রোলাঁ গারোজে দু’বারের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের প্রথম দুটি সেট জিততে অসুবিধাই হয়নি। ছবি: রয়টার্স
সহজেই ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন নোভাক জোকোভিচ। ২৩ নম্বর গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে থাকা খেলোয়াড় সোমবার প্রথম রাউন্ডে হারালেন আলেকসান্ডার কোভাসেভিচকে। খেলার ফল জোকোভিচের পক্ষে ৬-৩, ৬-২, ৭-৬।
রোলাঁ গারোজে দু’বারের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের প্রথম দুটি সেট জিততে অসুবিধাই হয়নি। কিন্তু তৃতীয় রাউন্ডে প্রথম বার কোভাসেভিচের প্রতিরোধের সম্মুখীন হন। তবে বিশ্বের সবচেয়ে বড় ক্লে কোর্টে কোভাসেভিচের অনভিজ্ঞতা বোঝা যায় টাইব্রেকারে। জোকোভিচ জেতেন ৭-১ পয়েন্টে। প্রথম ম্যাচ পয়েন্টে জোকোভিচের রিটার্ন তাঁকে দ্বিতীয় রাউন্ডে তুলে দেয়।
পরে জোকোভিচ বলেন, “প্যারিসে খেলতে আসতে সব সময়ই ভাল লাগে। বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা এটা। ট্রফি জেতার ব্যাপারে যথেষ্ট অনুপ্রেরণা রয়েছে।” সুরকির কোর্টে খেলতে আসার আগে খুব একটা ভাল ছন্দে ছিলেন না জোকোভিচ। মাদ্রিদ মাস্টার্সে খেলেননি। রোম মাস্টার্সে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। কিন্তু সোমবার প্যারিসে তাঁকে ভাল ছন্দে দেখা গিয়েছে।
পাশের কোর্টে, ব্রিটেনের ক্যামেরন নরির কাছে হারলেন বেনোয়া পাইরে। পাঁচ সেটের লড়াইয়ে নরি জেতেন ৭-৫, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে। আরও একটি গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডে হেরে পাইরে বলেছেন, “শেষ কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছি। আজও ভাল ম্যাচ খেললাম।”
মেয়েদের বিভাগে, দুই রানার্স-আপ ভাল খেললেন। ২০২১ সালে ফাইনালে ওঠা আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভা হারিয়েছেন লিন্ডা ফ্রুভিতোভাকে। এক বছর আগে হাঁটুর চোটের কারণে তাঁর কেরিয়ার অনিশ্চিত হয়ে পড়েছিল। গত বছর ফরাসি ওপেনে খেলেননি চোটের কারণে।
অন্য দিকে, ২০১৮ সালের রানার-আপ স্লোয়েন স্টিফেন্স বিশ্বের প্রাক্তন এক নম্বর ক্যারোলিন প্লিসকোভাকে হারালেন ৬-০, ৬-৪ গেমে। ছেলেদের দশম বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমে বিদায় নিলেন। ইটালির ফ্যাবিয়ো ফগনিনির কাছে হারলেন ৪-৬, ৪-৬, ৩-৬ গেমে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy