Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফেডেরার শেষ চারে, দুরন্ত জয় নোভাকের

কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি  নোভাক জোকোভিচ।

আলেকজান্ডার জেরেভ। ছবি রয়টার্স

আলেকজান্ডার জেরেভ। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০৪:২৮
Share: Save:

সাংহাই মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে কেই নিশিকোরিকে হারালেন রজার ফেডেরার। অন্য দিকে, কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি নোভাক জোকোভিচ। আরও এক বার ফাইনালে দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার আশায় ভক্তেরা।

নিশিকোরির বিরুদ্ধে প্রথম সেট ৬-৪ জেতার পরে দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন ফেডেরার। টাই হয়ে যায় দ্বিতীয় সেট। টাই ব্রেকারেও ১-৪ পিছিয়ে পড়তে হয়েছিল ফেডেরারকে। সেখান থেকে দুরন্ত ভাবে উঠে দাঁড়ান সুইস কিংবদন্তি। শেষ চারে ফেডেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোরনা কোরিচ। কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৪ জেতেন তিনি।

ফে়ডেরারের সামনে ফাইনালে ওঠার রাস্তা সহজ হলেও জোকোভিচের কাছে তা বেশ কঠিন। যদিও শেষ আটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার তারকা কেভিন অ্যান্ডারসনকে স্ট্রেট সেটে হারান জোকার। ফল ৭-৬ (৭-১), ৬-৩। সেমিফাইনালে জার্মান তারকার বিরুদ্ধে সেই ছন্দ জোকার ধরে রাখতে পারেন কি না সেটাই দেখার।

প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই জেরেভ ৬-৪, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ তারকা কাইল এডমান্ডকে। যদিও ম্যাচ শেষে তোয়ালে বিতর্ককে উস্কে দিলেন জেরেভ। তিনি বলেন, ‘‘কয়েক জনের কুসংস্কারের জন্য তোয়ালে নিয়ে দৌড়তে হয় বলবয়দের। বেশির ভাগ টেনিস তারকা কুসংস্কারের জন্য তোয়ালে ব্যবহার করেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE