কোথায় রয়েছেন পেং শুয়াই? ফাইল ছবি
চিনের টেনিস খেলোয়াড় পেং শুয়াইকে কি খুঁজে পাওয়া গিয়েছে? এক চিনা সাংবাদিকের করা পোস্টে ছড়িয়ে পড়েছে ধন্দ। সেই সাংবাদিক জানিয়েছেন, পেং নাকি নিজের বাড়িতেই রয়েছেন। সকলের সপ্তাহান্তের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে পেং-এর বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ বাড়ছে। নবতম সংযোজন নোভাক জোকোভিচ।
চিনের কমিউনিস্ট পার্টির চালিত সংবাদপত্রে ‘গ্লোবাল টাইমস’-এর মুখ্য সম্পাদক হু জিং টুইটারে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে নিজের বাড়িতেই খোলামনে রয়েছে পেং। ও চায় না কেউ ওকে বিরক্ত করুক। কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে এবং কোনও অনুষ্ঠানে অংশ নেবে’।
I confirmed through my own sources today that these photos are indeed Peng Shuai's current state. In the past few days, she stayed in her own home freely and she didn't want to be disturbed. She will show up in public and participate in some activities soon. https://t.co/VGLt6qoOOh
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) November 20, 2021
যদিও তার আগেই ওই সংবাদপত্রের এক সাংবাদিক পেং-এর কিছু ছবি প্রকাশ করে জানান, তিনি নিজের বাড়িতেই রয়েছেন। সেই ছবি ভাইরাল হয়েছে। তবে ছবির সত্যতা এখনও পর্যন্ত কেউই স্বীকার করেননি।
শনিবার জোকোভিচ জানিয়েছেন, চিনে সমস্ত প্রতিযোগিতা বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের টেনিস সংস্থা, তাকে তিনি সমর্থন করছেন। জোকোভিচের কথায়, “গোটা টেনিস বিশ্বের এই মুহূর্তে উচিত পেং এবং তার পরিবারের পাশে দাঁড়ানো। কারণ, এই সমস্যা সমাধান হওয়ার আগে চিনে কোনও প্রতিযোগিতা আয়োজন করা হলে সেটা খুব অবাক করা হবে। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। একটা মানুষ পুরো নিখোঁজ। ভাবা যায়!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy