Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
cricket

জন্মদিনে দলীপ ট্রফিতে দেড়শো করলেন বাংলার নতুন অধিনায়ক

বেঙ্গালুরুতে ইন্ডিয়া রেডের হয়ে দলীপ ট্রফি খেলতে ব্যস্ত তিনি। ইন্ডিয়া গ্রিনকে প্রথম ইনিংসে ২৩১ রানে আটকে দেওয়ার পর বৃহস্পতিবার অধিনায়ক প্রিয়াঙ্ক পঞ্চলকে নিয়ে ওপেন করতে নামেন বাংলার অভিমন্যু।

অপ্রতিরোধ্য অভিমন্যু। ছবি: টুইটার

অপ্রতিরোধ্য অভিমন্যু। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৩
Share: Save:

অধিনায়কত্ব কারও কাছে বোঝা হয়ে দাঁড়ায়, আবার কারও কাছে অনুপ্রেরণা। কিংবদন্তি সচিন তেন্ডুলকর যেমন নেতৃত্বের বোঝা সামলাতে না পেরে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। অন্য দিকে, বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহালি নেতৃত্বের দায়িত্ব পেয়ে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন দিনে দিনে। বাংলার ঘোষিত এই মরশুমের নতুন অধিনায়ক এখনও দলকে নেতৃত্ব দেননি। কিন্তু দায়িত্বর খবরই যেন বাড়তি অক্সিজেন যোগাচ্ছে অভিমন্যু ঈশ্বরনকে।

বেঙ্গালুরুতে ইন্ডিয়া রেডের হয়ে দলীপ ট্রফি খেলতে ব্যস্ত তিনি। ইন্ডিয়া গ্রিনকে প্রথম ইনিংসে ২৩১ রানে আটকে দেওয়ার পর বৃহস্পতিবার অধিনায়ক প্রিয়াঙ্ক পঞ্চলকে নিয়ে ওপেন করতে নামেন বাংলার অভিমন্যু। পঞ্চল, করুণ নায়াররা একে একে ফিরে গেলেও নিজের কাজে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন অভিমন্যু। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১৩তম শতরান পূর্ণ করেন বৃহস্পতিবারই। শুক্রবার জন্মদিনে তিনি যখন ১৫৩ রানে আউট হয়ে ফিরছেন দলের রান তখন চার উইকেটে ২৬৫।

আরও পড়ুন: দেশের হয়ে প্রথম শতরান করে ছিলেন এঁরা, চেনেন এঁদের?

আরও পড়ুন: নির্বাচনী পিচে সৌরভ আসছেন ক্রিকেটার হয়ে​

তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চার এবং দু’টি ছয় দিয়ে। মায়াঙ্ক মারকান্ডে, অঙ্কিত রাজপুতদের সামলে রান তুলতে থাকেন তিনি। ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাঁর গড় ৪৮.৩২। ২৪ বছরের ঈশ্বরন এখনও ভারতীয় দলে সুযোগ না পেলেও ইন্ডিয়া ‘এ’-র হয়ে খেলে প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। উত্তরপ্রদেশের দেহরাদূনে জন্ম হলেও তিনি খেলেন বাংলার হয়ে। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিজেকে প্রমাণ করে উঠে এসেছেন সিনিয়র দলে।

অন্য বিষয়গুলি:

Cricket bengal Abhimanyu Easwaran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy