বরুণের জায়গায় দলে এলেন নটরাজন। -ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে শেষ পর্যন্ত ওঠা হল না বরুণ চক্রবর্তীর। কাঁধে চোটের জন্য ছিটকে গেলেন তিনি টি টোয়েন্টি স্কোয়াড থেকে। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ভারতীয় স্কোয়াডে এলেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার নটরাজন। এ বারের আইপিএলে দুর্দান্ত ইয়র্কার দিয়ে নজর কাড়েন তিনি। গতকাল শেষ ওভারে দিল্লির ব্যাটসম্যনদের আটকে রেখেছিলেন নটরাজন। অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রশংসা করেছেন তাঁর। ১৬ ম্যাচে ১৬ উইকেট নেন তিনি। সেই নটরাজন জাতীয় দলে ডাক পেয়েছেন।
আইপিএলে ১৩ ম্যাচে তিনি ১৭ উইকেট নিয়েছিলেন বরুণ। ভাল পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়া সফরের টি টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার। কিন্তু চোটই বাদ সাধল স্বপ্নপূরণে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বরুণের কাঁধে চোট ছিল। সেই চোটের জন্য বল করতে তাঁর সমস্যা না হলেও বল ছুড়তে অসুবিধা হচ্ছিল। এই চোটের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে উঠেছিল প্রশ্ন। আর সেই কারণেই তিনি বাদ পড়লেন টি-টোয়েন্টি স্কোয়াড থেকে।
আরও পড়ুন: ফাইনালে উঠতে না পারা লজ্জার, বললেন হতাশ উইলিয়ামসন
আইপিএলের আগে থেকেই বরুণের ডান কাঁধে চোট ছিল। চোট সারানোর জন্য অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু আইপিএলে খেলার জন্য অস্ত্রোপচার করাননি বরুণ। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বরুণের এই চোটের কথা নির্বাচকরা জানতেন না। আইপিএল থেকে দল ছিটকে যাওয়ার পরে তাঁর চোটের কথা প্রকাশ্যে আনে কেকেআর। আর সেই চোটই কাঁটা হয়ে বিঁধল তাঁকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy