মোহনবাগানের নতুন বিদেশি জুলেন কোলিনাস ওলাইজোলা। ছবি: টুইটার
এই মরসুমে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করল মোহনবাগান। পড়শি ক্লাব ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ছয় বিদেশির নাম জানিয়ে দিলেও গঙ্গাপারের ক্লাবে শেষ বিদেশি কে হতে পারেন, তা নিয়ে ঘুরছিল বেশ কয়েকটি নাম। তবে আজ তারা টুইট করে জানিয়ে দিল যে আবার এক স্প্যানিশ খেলোয়াড়কে নিতে চলেছে তাঁরা। নাম জুলেন কোলিনাস ওলাইজোলা।
কোলিনাস স্পেনের লা লিগার দল রিয়াল সোশিয়াদাদের যুব দলে খেলেছেন। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করল সবুজ-মেরুন। তিনি মূলত উইং-এর প্লেয়ার। দু’দিকের উইং-এই সমান দক্ষতায় খেলতে পারেন তিনি। দরকারে সেন্ট্রাল ফরওয়ার্ড পজিসনেও খেলতে পারেন বলে জানা গিয়েছে।
পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা এই উইঙ্গারের বয়স ৩১। ছয় বছর তিনি রিয়াল সোশিয়াদাদের হয়ে খেলেছেন। ৪৭ ম্যাচে করেছিলেন ২৯ গোল। পরে তাঁকে লোনে বিভিন্ন দলে খেলতে পাঠানো হয়। মোহনবাগানে আসার আগে তিনি খেলছিলেন স্পেনের তৃতীয় ডিভিশনের দল ‘কালচারাল লেওনেসা’-য়। ২০১৬-১৭ সালে তাঁর থাকার সময়ই লিগের সেরা হয় এই দল। সেখানে দুই মরসুমে ৫১ ম্যাচে তিনি করেছিলেন ৩১ গোল।
Mohun Bagan secured the signing of their sixth foreigner from Spain. Please follow official website for more details on him.https://t.co/CZhXPMns7F#JoyMohunBagan #DreamBigSupportFearlessly #StrengthInNumbers pic.twitter.com/bjjPuvo3oD
— Mohun Bagan (@Mohun_Bagan) August 30, 2019
আরও পড়ুন: মহমেডানের জয় কোসির জোড়া গোলে
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে চিন্তা মাঝমাঠ, রক্ষণ নিয়ে উদ্বেগে কিবু
স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে পাঁচ স্প্যানিশ ও এক ত্রিনিদাদ-টোব্য়াগো খেলোয়াড়দের নিয়ে তৈরি সবুজ-মেরুন দল কলকাতা লিগে এই মুহূর্তে তিন ম্যাচে পেয়েছে চার পয়েন্ট। যদিও নতুন আসা এই বিদেশি ডার্বিতে নামবেন না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ডার্বির পর তাঁর নাম নথিভুক্ত করা যাবে। তবে আই লিগের আগে দল গুছিয়ে নিল মোহনবাগান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy