Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mumbai beat Pune

পুণেকে ১-০ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসি

হাবাসের নতুন শুরুটা ভাল হল না। কলকাতার পর এ বার পুণেতে যোগ দিয়েছিলেন কোচ হাবাস। কিন্তু তৃতীয় আইএসএল-এর শুরুটা হেরেই করতে হল হাবাসকে। সোমবার মুম্বইয়ের কাছে ১-০ গোলে হেরে গেল পুণে। মুম্বইয়ের জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে শুরু হয়ে গেল ফোরলানের যাত্রাও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ২২:৫৩
Share: Save:

পুণে সিটি ০

মুম্বই সিটি ১ (ডেফেডেরিকো)

হাবাসের নতুন শুরুটা ভাল হল না। কলকাতার পর এ বার পুণেতে যোগ দিয়েছিলেন কোচ হাবাস। কিন্তু তৃতীয় আইএসএল-এর শুরুটা হেরেই করতে হল হাবাসকে। সোমবার মুম্বইয়ের কাছে ১-০ গোলে হেরে গেল পুণে। মুম্বইয়ের জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে শুরু হয়ে গেল ফোরলানের যাত্রাও। শুরু হল জয় দিয়েই। প্রথমার্ধটা ছিল সমানে সমানেই। গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। দু’পক্ষরেই লক্ষ্য ছিল একে অপরকে মেপে নেওয়া।

৬৮ মিনিটে মুম্বইয়ের হয়ে গোলের মুখ খোলেন আদ্রিয়ান ডেফেডেরিকো। শেহনাজ থেকে আনোয়ার হয়ে বল পেয়ে গিয়েছিলেন ফোরলান। সেখান থেকে ফোরলানের একটা ফ্লিক ধরে ডেফেডেরিকোর বাঁ পায়ের শট চলে যায় গোলে। আর এক কলকাতায় খেলে যাওয়া গোলকিপার এদেল বেটে তখন গোলের নিচে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায়। এর পর আবারও সুযোগ এসে গিয়েছিল মুম্বইয়ের সামনে। কিন্তু ব্যবধান বারেনি। শেষের দিকে ম্যাচের ফেরার জন্য একটা মরিয়া লড়াই দিলেও কাজের কাজ কিছু হয়নি। ম্যাচ শেষ হয় ১-০ গোলেই।

চার ম্যাচ নির্বাসিত পুণে কোচ হাবাস এদিন বসতে পারেননি রিজার্ভ বেঞ্চে।

আরও খবর

মশলাহীন আইএসএল ম্যাচে পাশ নম্বর পেয়ে গেলেন মলিনা

অন্য বিষয়গুলি:

Adrián Defederico Mumbai City Pune City ISL2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE