Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আর্থিক সমস্যায় ভেঙে যেতে পারে ‘এমএসএন’

নেইমার, মেসি, সুয়ারেজকে ফুটবলমহল ‘স্বপ্নের ত্রয়ী’ আখ্যা দিয়েছে। কিন্তু পরের মরসুমেও িক এই তিন বিশ্বসেরা তারকাকে একে অপরের পাশে খেলতে দেখা যাবে? প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়! চলতি মরসুমে ‘এমএসএন’-এর ১১৪ গোলের উপর ভর করে ঐতিহাসিক স্প্যানিশ ত্রিমুকুটের সামনে এফসি বার্সেলোনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:২২
Share: Save:

নেইমার, মেসি, সুয়ারেজকে ফুটবলমহল ‘স্বপ্নের ত্রয়ী’ আখ্যা দিয়েছে। কিন্তু পরের মরসুমেও িক এই তিন বিশ্বসেরা তারকাকে একে অপরের পাশে খেলতে দেখা যাবে?

প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়! চলতি মরসুমে ‘এমএসএন’-এর ১১৪ গোলের উপর ভর করে ঐতিহাসিক স্প্যানিশ ত্রিমুকুটের সামনে এফসি বার্সেলোনা। তা সত্ত্বেও ক্লাবের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, পরের বার হয়তো বার্সা তার তিন মহাতারকার যে কোনও একজনকে বাধ্য হবে ইউরোপের অন্য কোনও ক্লাবকে বিক্রি করতে! উয়েফা-র আর্থিক স্বচ্ছতার নিয়ম চালু হওয়ার পরে এমনিতেই ইউরোপের প্রতিটা ক্লাবকে খরচ কমিয়ে দিতে হয়েছে। তার উপরে আবার এই তিন মহাতারকার সাপ্তাহিক বেতন বিরাট।

শোনা যাচ্ছে, বার্সা কর্তারা মেসি-নেইমার-সুয়ারেজকে জানিয়েও দিয়েছেন যে, ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফরাসি লিগের ধনী ক্লাবগুলোর মতো ফুটবলারদের সাপ্তাহিক বেতন বাড়ানোর কোনও পরিকল্পনা বার্সেলোনার সামনে নেই। বার্সার অর্থনৈতিক দিকটা যিনি দেখেন সেই জাভিয়ার ফাউস বলেছেন, ‘‘আমরা অত বেশি সাপ্তাহিক বেতন আর দিতে পারব না। ভাল ফুটবলারদের সব সময় ধরে রাখতে চাই। কিন্তু অন্য কোনও ক্লাব যদি ভাল প্রস্তাব দেয় তা হলে জানি না কোনও বড় ফুটবলারকে ক্লাব ছাড়ার থেকে আমরা আটকাতে পারব কি না।’’

স্বপ্নের ত্রয়ীর বার্ষিক আয়

• মেসি ৬ কোটি ৪৭ লক্ষ ডলার

• নেইমার ৩ কোটি ৩৪ লক্ষ ডলার

• সুয়ারেজ ২ কোটি ১৩ লক্ষ ডলার

বার্সা এ-ও জানে, যদি তাদের একজন বড় ফুটবলারকে সই করাতে ওঁত পেতে থাকে বিশ্বের বাকি সব ক্লাব, তা হলে তাঁর নাম অবশ্যই লিওনেল মেসি। এর আগেও চেলসি, প্যারিস সাঁ জাঁ-র মতো ক্লাবগুলো ইচ্ছে প্রকাশ করেছিল এলএম টেনকে সই করাতে। এ বার জল্পনা ফের তুঙ্গে — বার্সা রাজপুত্রর জন্য বিশাীল বিশাল বিশাল প্রস্তাবে ভরে যাবে ক্লাবের ফ্যাক্স মেশিন। ‘‘মেসি, নেইমার, সুয়ারেজকে ক্লাবে রাখা এখন একটা চ্যালেঞ্জের মতো আমাদের কাছে। ওদের মধ্যে কাউকে হারাতে চাই না। কিন্তু কোনও ক্লাবের আর্থিক ক্ষমতা থাকলে ওদের সই করাতেই পারে,’’ বলেছেন ফাউস।’’ সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘ফুটবলারদের কেরিয়ার খুব ছোট হয়। ওদের প্রতিভার কেউ সঠিক দাম দিতে চাইলে তো অসুবিধা নেই।’’

বার্সা সমর্থকরা স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অপেক্ষায় থাকলেও কোচ লুই এনরিকের আপাতত পাখির চোখ ত্রিমুকুটের প্রথমটা— লা লিগা ক্যাবিনেটে তোলা। লা লিগা ফুটবলারদের যে ধর্মঘট করার কথা ছিল সেটা উঠে যাওয়ায় রবিবার আটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা। যেখানে তিন পয়েন্ট মানেই ফের স্প্যানিশ লিগ মেসিদের বার্সার। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হ্যামস্ট্রিং সমস্যায় সুয়ারেজ। বায়ার্নের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বিরতিতেই তুলে নিতে হয় এল পিস্তলেরোকে। সেই চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হননি উরুগুয়ান স্ট্রাইকার। বার্সা ফুটবলাররা বার্লিন জয়ের স্বপ্ন দেখলেও কোচ এনরিকে নাকি ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন দলকে—ত্রিমুকুট জিততে হলে প্রতিটা ম্যাচকেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতোই গুরুত্ব দিতে হবে।

অন্য বিষয়গুলি:

msn money suarez neymar messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE