ধোনিকে দেখা যাবে ভারতীয় দলের মেন্টর হিসেবে। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে ভারতীয় দলের মেন্টর হিসেবে। তবে এটাই প্রথম নয়, আগেও মেন্টরের দায়িত্ব সামলেছেন ধোনি। ২০১৬-১৭ সালে ঝাড়খণ্ড দলের মেন্টর ছিলেন তিনি।
শুধু মেন্টরের ভূমিকায় ছিলেন, তাই নয়, সফলও হয়েছিলেন ধোনি। ২০১৬-১৭ সালে ঝাড়খণ্ড রঞ্জি ট্রফিতে প্রথম বার সেমিফাইনালে খেলেছিল। গুজরাতের কাছে সেই ম্যাচ হেরে গেলেও দলে ধোনির উপস্থিতি বোঝা গিয়েছিল।
বিজয় হজারে ট্রফিতেও সেমিফাইনালে উঠেছিল ঝাড়খণ্ড। ধোনির মেন্টরশিপে দলের এই সাফল্য নজর কেড়েছিল। ছ’টির মধ্যে চারটি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ছিল ঝাড়খণ্ড। কোয়ার্টার ফাইনালে বিদর্ভকে হারালেও সেমিফাইনালে থামে ঝাড়খণ্ডের জয়রথ। বাংলার কাছে ৪১ রানে হেরে যায় তারা।
ঝাড়খণ্ডকে সাফল্য এনে দেওয়ার পর এ বার ভারতীয় দলের মেন্টর হিসেবে দেখা যাবে ধোনিকে। কোহলীর নেতৃত্বে এখনও অবধি আইসিসি-র কোনও প্রতিযোগিতা জেতেনি ভারত। মেন্টর ধোনি কি পারবেন তাঁকে সেই সাফল্য এনে দিতে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy