Advertisement
০৬ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: এই প্রথম নয়, আগেও ধোনি মেন্টরের দায়িত্ব সামলেছেন, সফল হয়েছিলেন, না ব্যর্থ?

২০১৬-১৭ সালে ঝাড়খণ্ড দলের মেন্টর ছিলেন ধোনি। রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফিতে সে বার কীরকম ছিল ঝাড়খণ্ডের পারফরম্যান্স?

ধোনিকে দেখা যাবে ভারতীয় দলের মেন্টর হিসেবে।

ধোনিকে দেখা যাবে ভারতীয় দলের মেন্টর হিসেবে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৫
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে ভারতীয় দলের মেন্টর হিসেবে। তবে এটাই প্রথম নয়, আগেও মেন্টরের দায়িত্ব সামলেছেন ধোনি। ২০১৬-১৭ সালে ঝাড়খণ্ড দলের মেন্টর ছিলেন তিনি।

শুধু মেন্টরের ভূমিকায় ছিলেন, তাই নয়, সফলও হয়েছিলেন ধোনি। ২০১৬-১৭ সালে ঝাড়খণ্ড রঞ্জি ট্রফিতে প্রথম বার সেমিফাইনালে খেলেছিল। গুজরাতের কাছে সেই ম্যাচ হেরে গেলেও দলে ধোনির উপস্থিতি বোঝা গিয়েছিল।

বিজয় হজারে ট্রফিতেও সেমিফাইনালে উঠেছিল ঝাড়খণ্ড। ধোনির মেন্টরশিপে দলের এই সাফল্য নজর কেড়েছিল। ছ’টির মধ্যে চারটি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ছিল ঝাড়খণ্ড। কোয়ার্টার ফাইনালে বিদর্ভকে হারালেও সেমিফাইনালে থামে ঝাড়খণ্ডের জয়রথ। বাংলার কাছে ৪১ রানে হেরে যায় তারা।

ঝাড়খণ্ডকে সাফল্য এনে দেওয়ার পর এ বার ভারতীয় দলের মেন্টর হিসেবে দেখা যাবে ধোনিকে। কোহলীর নেতৃত্বে এখনও অবধি আইসিসি-র কোনও প্রতিযোগিতা জেতেনি ভারত। মেন্টর ধোনি কি পারবেন তাঁকে সেই সাফল্য এনে দিতে?

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 MS Dhoni Jharkhand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE