চলতি বছরে ধোনি ব্যাট হাতে চেনা ছন্দে নেই। ছবি: পিটিআই।
দরকার মাত্র ১ রান! তা হলেই একদিনের ক্রিকেট ভারতের হয়ে ১০ হাজার রান করে ফেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সেই সুযোগ পাচ্ছেন তিনি।
সার্বিক ভাবে ধোনির অবশ্য ওয়ানডে ফরম্যাটে ১০ হাজার রান হয়ে গিয়েছে। এই ফরম্যাটে তাঁর মোট রান এখন ১০,১৭৩। কিন্তু, তার মধ্যে ১৭৪ রান এসেছে ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে। ফলে, টিম ইন্ডিয়ার হয়ে ১০ হাজার রান হয়নি তাঁর।
সোমবার ব্রেবোর্নে অবশ্য ধোনির সামনে এই সুযোগ ছিল। কিন্তু, ১৫ বলে ২৩ রান করে কেমার রোচের বলে আউট হন তিনি। ফলে, দশ হাজারে পৌঁছনো যায়নি। যদি বৃহস্পতিবার ধোনি এই মাইলফলকে পৌঁছতে না পারেন, তবে অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য। ভারতের পরের ওয়ানডে সিরিজ ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন: সৌরভ, প্রসেনজিত্ পেলেন মোহনবাগানের আজীবন সদস্যপদ, এতদিন পর চুনীও!
আরও পড়ুন: সানরাইজার্স ছেড়ে ডেয়ার়ডেভিলসে ফিরছেন শিখর ধওয়ন
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy