প্রতীকী ছবি।
মহমেডান ২ • ভবানীপুর ০
দুই অর্ধে দুই গোল করে আই লিগ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভবানীপুরকে হারাল মহমেডান। এই জয়ের ফলে দীর্ঘ সাত বছর পরে আই লিগের মূলপর্বে উঠল সাদা-কালো শিবির। শেষ বার তারা আই লিগে খেলেছিল ২০১৩-১৪ মরসুমে।
দর্শকশূন্য কল্যাণী স্টেডিয়ামে মহমেডানের হয়ে গোল করলেন ভানলালবিয়া ছাংতে এবং গনি আহমেদ নিগম। টানা তিন ম্যাচ জিতে মহমেডানের পয়েন্ট দাঁড়াল ৯। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুরের পয়েন্ট ৬। দু’দলই আগামী সোমবার শেষ ম্যাচ খেলবে। শেষ ম্যাচে যদি মহমেডান হারে এবং ভবানীপুর জিতে যায়, তা হলে দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে ৯। কিন্তু ভবানীপুরের বিরুদ্ধে মহমেডান জেতায় চ্যাম্পিয়ন হবে সাদা-কালো শিবির। দলনেতা প্রিয়ন্ত সিংহ যদিও বললেন, ‘‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই। শেষ ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হতে চাই।’’
আগের ম্যাচেই জয়ের পরে কোচ ইয়ান ল-কে বরখাস্ত করেছিল মহমেডান। কিন্তু এই জটিলতার মধ্যেও তাদের ছন্দ নষ্ট হয়নি। যে প্রসঙ্গে মহমেডানের টেকনিক্যাল ডিরেক্টর এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলছেন, ‘‘গত বছরের বেশির ভাগ ফুটবলারই দলে রয়েছে। তাই সমস্যা হয়নি। এ বার আই লিগে আরও শক্তিশালী দল গড়ে খেলার প্রস্তুতি নিচ্ছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy