ব্র্যাভোর প্রশংসা করে তাঁকে ভদ্র ক্রিকেটারের শিরোপা দিলেন হাফিজ। ছবি: টুইটার থেকে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডোয়েন ব্র্যাভোর প্রশংসা করে তাঁকে ভদ্র ক্রিকেটারের শিরোপা দিলেন মহম্মদ হাফিজ। ঘুরিয়ে খোঁচা দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে।
ক্যারিবিয়ান লিগে গুয়েনা অ্যামাজন ওয়ারিয়র এবং সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টের মধ্যে খেলা চলছিল। সেই ম্যাচে গুয়েনার নন স্ট্রাইকার হাফিজ ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেন্ট কিটসের ব্র্যাভোর কাছে সুযোগ ছিল মাঁকড়ীয় পদ্ধতিতে হাফিজকে আউট করার। কিন্তু তা করেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার। আউট না করে হাফিজকে জড়িয়ে ধরেন ব্র্যাভো। এই আচরণ ভাল লাগে হাফিজের। টুইট করে লেখেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেই ভাবেই খেলা উচিত। দারুণ লাগল ব্র্যাভো। তোমার জন্য শ্রদ্ধা।’
Cricket 🏏 is a game of gentlemen & to be played with right spirit always. Well done @DJBravo47 👏🏼👏🏼👍🏼✅ #Respect pic.twitter.com/0SAvZFB8XI
— Mohammad Hafeez (@MHafeez22) August 28, 2021
Definition of great sportsmanship 🏏 @DJBravo47 @MHafeez22 @sknpatriots @GYAmazonWarrior #GAWvSKNP #CPL21 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/4XI4zBeGS0
— CPL T20 (@CPL) August 28, 2021
২০১৯ সালে আইপিএল-এ মাঁকড়ীয় পদ্ধতিতে অশ্বিন আউট করেছিলেন জস বাটলারকে। ব্র্যাভোকে সম্মান জানিয়ে বুঝিয়ে দিলেন অশ্বিনের সেই কাজ করা উচিত হয়নি। সেই সময় অনেকেই অশ্বিনের আচরণের বিরোধিতা করেছিলেন। ভারতীয় স্পিনার যদিও সেই আউটের পক্ষেই ছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy