Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Mithali Raj

রানের পাহাড়, আরও একটি অনন্য রেকর্ড মিতালি রাজের

১০টি টেস্টে মিতালির সংগ্রহ ৬৬৩ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ম্যাচ নিয়ে ২১২টি একদিনের ম্যাচ খেলেছেন মিতালি।

ভারতের হয়ে ২১ বছর ধরে খেলছেন মিতালি।

ভারতের হয়ে ২১ বছর ধরে খেলছেন মিতালি। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১৩:২৮
Share: Save:

ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে মিতালি রাজ গড়লেন অনন্য রেকর্ড। বয়স ৩৮ পেরিয়েছে। অন্য অনেক ক্রিকেটার যখন এই বয়সে অবসরের কথা ভাবেন, মিতালি তখন রেকর্ড গড়ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক ছুঁলেন তিনি।

ভারতের হয়ে ২১ বছর ধরে খেলছেন মিতালি। ১০টি টেস্ট, ২১২টি একদিনের ম্যাচ এবং ৮৯টি টি২০ ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করলেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে। বিশ্বে দ্বিতীয় মহিলা ক্রিকেটার মিতালি, যিনি এই কৃতিত্ব গড়লেন। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের এই কৃতিত্ব রয়েছে। ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছিলেন ১০ হাজার ২৭৩ রান। মিতালি খেলেছেন ৩১১টি আন্তর্জাতিক ম্যাচ। তাঁর সংগ্রহ ১০,০০১ রান। ভারতীয় মহিলা দলের একদিনের ক্রিকেটের অধিনায়কের কাছে সুযোগ রয়েছে এডওয়ার্ডকে টপকে যাওয়ার।

১০টি টেস্টে মিতালির সংগ্রহ ৬৬৩ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ম্যাচ নিয়ে ২১২টি একদিনের ম্যাচ খেলেছেন মিতালি। সেখানে তাঁর সংগ্রহ ৬৯৭৪ রান। টি২০ ম্যাচ খেলেছেন ৮৯টি। রান করেছেন ২৩৬৪। ৮টি আন্তর্জাতিক শতরানও রয়েছে মিতালির। রয়েছে টেস্টে দ্বিশতরানও।

অন্য বিষয়গুলি:

BCCI record Mithali Raj Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy