ভারতের হয়ে ২১ বছর ধরে খেলছেন মিতালি। ছবি: টুইটার থেকে
ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে মিতালি রাজ গড়লেন অনন্য রেকর্ড। বয়স ৩৮ পেরিয়েছে। অন্য অনেক ক্রিকেটার যখন এই বয়সে অবসরের কথা ভাবেন, মিতালি তখন রেকর্ড গড়ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক ছুঁলেন তিনি।
ভারতের হয়ে ২১ বছর ধরে খেলছেন মিতালি। ১০টি টেস্ট, ২১২টি একদিনের ম্যাচ এবং ৮৯টি টি২০ ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করলেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে। বিশ্বে দ্বিতীয় মহিলা ক্রিকেটার মিতালি, যিনি এই কৃতিত্ব গড়লেন। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের এই কৃতিত্ব রয়েছে। ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছিলেন ১০ হাজার ২৭৩ রান। মিতালি খেলেছেন ৩১১টি আন্তর্জাতিক ম্যাচ। তাঁর সংগ্রহ ১০,০০১ রান। ভারতীয় মহিলা দলের একদিনের ক্রিকেটের অধিনায়কের কাছে সুযোগ রয়েছে এডওয়ার্ডকে টপকে যাওয়ার।
১০টি টেস্টে মিতালির সংগ্রহ ৬৬৩ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ম্যাচ নিয়ে ২১২টি একদিনের ম্যাচ খেলেছেন মিতালি। সেখানে তাঁর সংগ্রহ ৬৯৭৪ রান। টি২০ ম্যাচ খেলেছেন ৮৯টি। রান করেছেন ২৩৬৪। ৮টি আন্তর্জাতিক শতরানও রয়েছে মিতালির। রয়েছে টেস্টে দ্বিশতরানও।
What a champion cricketer! 👏👏
— BCCI Women (@BCCIWomen) March 12, 2021
First Indian woman batter to score 10K international runs. 🔝 👍
Take a bow, @M_Raj03! 🙌🙌@Paytm #INDWvSAW #TeamIndia pic.twitter.com/6qWvYOY9gC
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy