ছবি: টুইটার থেকে
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়েছিলেন কিছু দিন আগেই। রবিবার একদিনের ক্রিকেটে করলেন ৭ হাজার রান। বিশ্বে তিনিই একমাত্র মহিলা ক্রিকেটার যিনি এই রেকর্ড করলেন।
দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৭১ বলে ৪৫ রান করেন মিতালি। ৩৮ বছরের মিতালি ২১৩টি একদিনের ম্যাচে ৭০১৯ রান হল। রাজস্থানের মেয়ে মিতালির একদিনের ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত ১২৫ রান। রয়েছে ৭টি শতরান এবং ৫৪টি অর্ধ শতরান।
শার্লট এডওয়ার্ডসের পর দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেন মিতালি। একদিনের ক্রিকেটেও রানের বিচারে দ্বিতীয় স্থানে এডওয়ার্ডসই। ১৯১ ম্যাচে তিনি করেছেন ৫৯৯২ রান। তালিকায় শীর্ষেই ছিলেন মিতালি। এ বার ৭ হাজার রানের মাইল ফলক পার করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর এমন ক্রিকেটার যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ২৯ বছরের স্টেফানি ১২৩টি ইনিংসে করেছেন ৪৭৫৪ রান।
Magnificent Mithali! 🙌🙌#TeamIndia ODI skipper becomes the first woman cricketer to score 7⃣0⃣0⃣0⃣ ODI runs. 👏👏
— BCCI Women (@BCCIWomen) March 14, 2021
What a performer she has been! 👍👍@M_Raj03 @Paytm #INDWvSAW pic.twitter.com/qDa6KZymlg
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy