পুরনো ছন্দে সচিন। ছবি: টুইটার থেকে
এ যেন ২০২১ নয়, ক্যালেন্ডারের পাতা উলটে পিছিয়ে গিয়েছে ১৫ বছর। ওপেনিংয়ে সচিন তেন্ডুলকর ঝড় তুললেন। পরে যুবরাজ সিংহের ইনিংসে ৬ ছক্কা। বিশ্ব পথ সুরক্ষা সিরিজে তাঁদের দাপটে ২০৪ রান তোলে ভারতীয় লেজেন্ড দল। ১৪৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দল।
৩৭ বলে ৬০ রান করেন সচিন। ৯টা ৪ এবং ১টি ছয় মারেন মাস্টার ব্লাস্টার। বড় ভিত গড়ে দেন তিনিই। অবসরের পর কেটে গিয়েছে ৭ বছর। এখনও ব্যাটিং করার সময় সচিনের শট নির্বাচন এবং সময়জ্ঞান অবাক করছে সকলকে। সচিন ফিরলেও রানের গতিতে ছেদ পড়তে দেননি এস বদ্রিনাথ এবং যুবরাজ। ৩৪ বলে ৪২ রান করেন বদ্রিনাথ। ঝড় তোলেন যুবরাজ। ২২ বলে ৫২ রান করেন তিনি। এক ওভারে পর পর ৪টি ছয় মারেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। ইনিংসে ৬টা ছয় এবং ২টো চার মারেন যুবরাজ। বল হাতে ২টো উইকেটও নেন তিনি। ম্যাচের সেরাও বেছে নেওয়া হয় ভারতের প্রাক্তন এই অলরাউন্ডারকে।
দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দলের অধিনায়ক জন্টি রোডস করেন ২২ রান। ২ ওপেনার আন্ড্রু পুটিক এবং মর্নি ভ্যান উইক রান পেলেও বাকিরা সেই ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। বল হাতে মাখায়া এনতিনি ৪ ওভারে ৩৫ রান দিলেও কোনও উইকেট পাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy