টেনিসের ক্রমতালিকায় ১৯৪তম স্থানে রয়েছে মিরা। — ফাইল চিত্র
নজির গড়ল মিরা আন্দ্রিভা। রাশিয়ার এই খেলোয়াড় তৃতীয় কনিষ্ঠ হিসাবে ডব্লিউটিএ ১০০০ প্রতিযোগিতায় ম্যাচ জিতল। এ ধরনের উচ্চমানের প্রতিযোগিতায় এত কম বয়সে ম্যাচ জেতার নজির রয়েছে আর মাত্র দু’জনের। তাঁরা হলেন কোকো গফ এবং সিসি বেলিস। মাদ্রিদ ওপেনে মিরা ৬-৩, ৬-৪ হারিয়েছে লেলা ফের্নান্দেসকে। এ ছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসাবে প্রথম পঞ্চাশে থাকা খেলোয়াড়কে হারাল সে।
ম্যাচের পর মিরা বলেছে, “খুব কঠিন একটা ম্যাচ খেললাম। নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য ছিল। প্রতিটি পয়েন্টের জন্যে লড়াই করেছি। যে ভাবে খেলেছি তাতে খুবই খুশি।” ম্যাচে মিরা চারটি ‘এস’ মেরেছে এবং প্রথম সার্ভিসে ৬৮ শতাংশ ক্ষেত্রে পয়েন্ট জিতেছে। তিন বার ব্রেক পেয়েছে ম্যাচে, যা ফের্নান্দেসকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছিল।
টেনিসের ক্রমতালিকায় ১৯৪তম স্থানে রয়েছে মিরা। তাঁকেও ফের্নান্দেসের বিরুদ্ধে ম্যাচে চারটি ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়েছে। চলতি মরসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জুনিয়র সিঙ্গলসের ফাইনালে হেরেছে মিরা।
MIRRA! 🔥
— WTARussians (@WTArussians) April 26, 2023
15-year-old wildcard Mirra Andreeva makes her dream WTA1000 debut at the Mutua Madrid Open with a 6-3, 6-4 win over Leylah Fernandez.
A perfect 14-0 record in pro tournaments this year after two consecutive ITFW60 titles in the past fortnight. What a run! pic.twitter.com/j33qGiDlXJ
ম্যাচের পর মিরা আরও বলেছেন, “আমার কোচ বলেছেন পাঁচ বছর পরে আমার মনেও থাকবে অস্ট্রেলিয়ার ওপেন ফাইনালে কী হয়েছিল বা কার বিরুদ্ধে খেলেছি। তবে ওই ম্যাচে খেলার অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। একই সঙ্গে হেরে খুব দুঃখও পেয়েছিলাম।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy