মীরাবাঈ চানু।
নতুন রেকর্ড গড়লেন মণীপুরের মীরাবাঈ চানু। বিশ্ব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪৮ কেজি বিভাগে বৃহস্পতিবার স্বর্ণ পদক জিতেছেন তিনি।
এর আগে ১৯৯৪-৯৫ সালে কর্নম মালেশ্বরী ওয়েটলিফটিং-এ বিশ্ব মঞ্চে সোনা জিতেছিলেন। মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা ওয়েটলিফটার হিসাবে চানু প্রথমে ৮৫ কেজি স্ন্যাচ এবং পরে ১০৯ কেজি ক্লিন-জার্ক তুলে রেকর্ড গড়লেন। তাইল্যান্ডের সুকচারোয়েন থুন্যা রুপো এবং আয়ারন্যান্ডের সেগুরা আনা ব্রোঞ্জ জিতেছেন।
আরও পড়ুন: সন্তানদের জন্য টাইগার ফের গল্ফ কোর্সে
IWF WWC 2017 Women's 48kg:
— IWF (@iwfnet) November 30, 2017
🥇 Chanu Mirabai 🇮🇳 | 194
🥈 Thunya Sukcharoen 🇹🇭 | 193
🥉 Ana Segura 🇨🇴 | 182#2017iwfwwc pic.twitter.com/soupO70zyI
মার্কিন যুক্তরাষ্ট্রের আনাহেইমে আয়োজিত বিশ্ব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪৮ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন চানু। গত বছরের রিও অলিম্পিকের থেকে অনেক অনেক গুণ এগিয়ে চানুর এ বারের পারফরম্যান্স। রিও-তে তাঁর পারফরম্যান্স বেশ হতাশ করেছিল। তিন বারের চেষ্টাতেও এই ৪৮ কেজি বিভাগেই তিনি কিছু করতে পারেননি। সেই চানুর এ দিনের পারফরম্যান্স দেশকে ফের সোনা এনে দিল। এর আগে গত সেপ্টেম্বরে চানু অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সিনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আগামী বছরের কমনওয়েলথ গেমসে যাওয়ার ছাড়পত্র অর্জন করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy