আইপিএলে তাঁর সাম্প্রতিক ফর্মের উপর নির্ভর করে ইতিমধ্যেই দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছেন বিরাট কোহালি। তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এই আইপিএলে চরম ব্যর্থ। ৮ দলের টুর্নামেন্টে শেষ স্থানটি ছিল বিজয় মাল্যর দলের।
এই পরিস্থিতিতে কোহালি পাশে পেয়ে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয় তারকা মাইকেল হাসিকে। এ দিন কোহালির সমর্থনে তিনি বলেন, ‘‘কোহালি একজন বড় ক্রিকেটার। এবং এই টুর্নামেন্টে ও সেটা প্রমাণ করবে।’’
চ্যাম্পিয়ন্স ট্রফি যে আইপিএল নয় সেটাও মনে করিয়ে দেন এই অস্ট্রেলিয়। বলেন, ‘‘এটি একটা আলাদা টুর্নামেন্ট। পরিবেশ আলাদা, পরিস্থিতি আলাদা। একজন চ্যাম্পিয়নের কখনওই একটানা খারাপ সময় যায় না। বিশ্বাস করি ও নিজেও সচেষ্ট নিচের সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য এবং বিশ্ব আঙিনায় নিজেকে আরও একবার সেরা প্রমান করার জন্য।’’
আরও পড়ুন:চ্যাম্পিয়ন্স ট্রফিতে অশ্বিন-জাডেজাতেই বাজি ধরছেন প্রসন্ন
কোহালির পাশাপাশি অস্ট্রেলিয়াকে নিয়েও এ দিন মুখ খোলেন মাইক।
অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার মানলেও অস্ট্রেলিয় বোলারদের নিজেদের কাজ ভাল করে মনে করিয়ে দিয়ে হাসি বলেন, ‘‘ইংল্যান্ডের পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে স্পিনাররা।’’
অন্যদিকে, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথেরও প্রশংসা শোনা গেল এই বাঁ হাতির গলায়। স্মিথ ও ওয়ার্নারের প্রশংসা করে তিনি বলেন, ‘‘এরা প্রত্যেকেই সেরা পারফর্মার। ধারাবাহিক ভাবে সেরা ফলাফল দিয়ে আসছেন এই দুই অস্ট্রেলিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই দুই ব্যাটসম্যানের উপরই।’’
উল্লেখ্য আগামী ১ জুন ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy