Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Jason Roy

ক্রিকেটের পাশাপাশি টেনিসও পছন্দ, এই সুন্দরী ইংল্যান্ডের তারকা ওপেনারের স্ত্রী

জেসনের কেরিয়ার শুরু কাউন্টি ক্রিকেট দিয়ে। তিনি সারে-এর হয়ে খেলতেন। ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন দলের প্রথম শ্রেণির ক্রিকেটের মূল স্তম্ভ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ১০:২২
Share: Save:
০১ ১২
ক্রিকেটারদের গ্ল্যামারাস বান্ধবী বা স্ত্রী সব সময়েই থাকেন খবরের শিরোনামে। আর তিনি যদি হন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যের স্ত্রী, তা হলে তো কথাই নেই। সে রকমই এক জন এল মুর উইন্টার। তিনি ইংল্যান্ডের ওপেনার জেসন রয়-এর স্ত্রী। একজন সফল পুরুষের পিছনে যদি একজন নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়, তবে জেসন রয়-এর চালিকাশক্তি অবশ্যই সুন্দরী এল।

ক্রিকেটারদের গ্ল্যামারাস বান্ধবী বা স্ত্রী সব সময়েই থাকেন খবরের শিরোনামে। আর তিনি যদি হন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যের স্ত্রী, তা হলে তো কথাই নেই। সে রকমই এক জন এল মুর উইন্টার। তিনি ইংল্যান্ডের ওপেনার জেসন রয়-এর স্ত্রী। একজন সফল পুরুষের পিছনে যদি একজন নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়, তবে জেসন রয়-এর চালিকাশক্তি অবশ্যই সুন্দরী এল।

০২ ১২
জেসন জন্মগত ভাবে ব্রিটিশ নন। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকায়। পরে তাঁর পরিবার ইংল্যান্ডে চলে আসে। তখন জেসনের বয়স মাত্র দশ।

জেসন জন্মগত ভাবে ব্রিটিশ নন। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকায়। পরে তাঁর পরিবার ইংল্যান্ডে চলে আসে। তখন জেসনের বয়স মাত্র দশ।

০৩ ১২
বর্তমানে বিশ্ব ক্রিকেটে বিস্ফোরক ক্রিকেটারদের মধ্যে অন্যতম জেসন রয়। ওয়ান ডে-তে তিনি দলের সেরা ওপেনার।

বর্তমানে বিশ্ব ক্রিকেটে বিস্ফোরক ক্রিকেটারদের মধ্যে অন্যতম জেসন রয়। ওয়ান ডে-তে তিনি দলের সেরা ওপেনার।

০৪ ১২
জেসনের কেরিয়ার শুরু কাউন্টি ক্রিকেট দিয়ে। তিনি সারে-এর হয়ে খেলতেন। ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন দলের প্রথম শ্রেণির ক্রিকেটের মূল স্তম্ভ।

জেসনের কেরিয়ার শুরু কাউন্টি ক্রিকেট দিয়ে। তিনি সারে-এর হয়ে খেলতেন। ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন দলের প্রথম শ্রেণির ক্রিকেটের মূল স্তম্ভ।

০৫ ১২
কলেজে স্পোর্টস সায়েন্স নিয়ে পড়বেন বলে ভেবেছিলেন জেসন। পাশ করেছিলেন প্রবেশিকাতেও। কিন্তু পরে আর সেই কোর্স সম্পূর্ণ না করে নেমে পড়েন খেলার মাঠেই। জীবনের  মূল ফোকাসই হয়ে যায় ক্রিকেট।

কলেজে স্পোর্টস সায়েন্স নিয়ে পড়বেন বলে ভেবেছিলেন জেসন। পাশ করেছিলেন প্রবেশিকাতেও। কিন্তু পরে আর সেই কোর্স সম্পূর্ণ না করে নেমে পড়েন খেলার মাঠেই। জীবনের মূল ফোকাসই হয়ে যায় ক্রিকেট।

০৬ ১২
তাঁর নামের পাশে একটা এমন রেকর্ডও আছে, যা তিনি কেন, কোনও ক্রিকেটারই হয়তো চাইবেন না। টি-২০ ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড-এর জন্য আউট হয়েছিলেন।

তাঁর নামের পাশে একটা এমন রেকর্ডও আছে, যা তিনি কেন, কোনও ক্রিকেটারই হয়তো চাইবেন না। টি-২০ ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড-এর জন্য আউট হয়েছিলেন।

০৭ ১২
খেলার পাশাপাশি ফ্যামিলি লাইফও দিব্যি ব্যালান্স করেন জেসন। ২০১৭ সালে বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী এল-কে। এলও দক্ষিণ আফ্রিকার মেয়ে। ফ্রান্সে ডেস্টিনেশন ওয়েডিং-এর পরে তাঁরা পাড়ি দেন লম্বা মধুচন্দ্রিমায়। গন্তব্যের তালিকায় ছিল দুবাই-ও ।

খেলার পাশাপাশি ফ্যামিলি লাইফও দিব্যি ব্যালান্স করেন জেসন। ২০১৭ সালে বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী এল-কে। এলও দক্ষিণ আফ্রিকার মেয়ে। ফ্রান্সে ডেস্টিনেশন ওয়েডিং-এর পরে তাঁরা পাড়ি দেন লম্বা মধুচন্দ্রিমায়। গন্তব্যের তালিকায় ছিল দুবাই-ও ।

০৮ ১২
এ বছরই মার্চ মাসে তাঁদের সংসারে নতুন অতিথি এসেছে। জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। মেয়ের নাম রেখেছেন এভার্লি।

এ বছরই মার্চ মাসে তাঁদের সংসারে নতুন অতিথি এসেছে। জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। মেয়ের নাম রেখেছেন এভার্লি।

০৯ ১২
মাঝে মাঝেই স্ত্রী ও সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন জেসন। প্রতিটা ছবিই ভেসে যায় লাইক আর কমেন্টের বন্যায়।

মাঝে মাঝেই স্ত্রী ও সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন জেসন। প্রতিটা ছবিই ভেসে যায় লাইক আর কমেন্টের বন্যায়।

১০ ১২
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে জেসন দুরন্ত ফর্মে ছিলেন। আবার চোট আঘাতও বেশ ভুগিয়েছে তাঁকে। খেলতে পারেননি সব ম্যাচে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে জেসন দুরন্ত ফর্মে ছিলেন। আবার চোট আঘাতও বেশ ভুগিয়েছে তাঁকে। খেলতে পারেননি সব ম্যাচে।

১১ ১২
ক্রিকেটের পাশাপাশি জেসন ভালবাসেন টেনিস দেখতে। সেখানেও তাঁর সঙ্গী স্ত্রী। দু’জনে ছবি পোস্ট করেন টেনিসের গ্যালারি থেকেও।

ক্রিকেটের পাশাপাশি জেসন ভালবাসেন টেনিস দেখতে। সেখানেও তাঁর সঙ্গী স্ত্রী। দু’জনে ছবি পোস্ট করেন টেনিসের গ্যালারি থেকেও।

১২ ১২
পরিবার যদি জীবনে সাফল্যের বড় স্তম্ভ হয়, তবে জেসন সে দিক দিয়ে সৌভাগ্যবান। স্ত্রী-সন্তানকে নিয়ে সুখী পরিবার তাঁকে মানসিক শক্তি দেয় বাইশ গজে ঝড় তোলার জন্য।

পরিবার যদি জীবনে সাফল্যের বড় স্তম্ভ হয়, তবে জেসন সে দিক দিয়ে সৌভাগ্যবান। স্ত্রী-সন্তানকে নিয়ে সুখী পরিবার তাঁকে মানসিক শক্তি দেয় বাইশ গজে ঝড় তোলার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE