Advertisement
০৫ নভেম্বর ২০২৪

হেডেনের পরামর্শে লড়াই ফিঞ্চদের

ভারতীয় রিস্ট স্পিনারদের মোকাবিলায় ম্যাথু হেডেনের পরামর্শ অস্ত্র হতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। আজ, রবিবার, বিশাখাপত্তনমে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ।

আস্থা: তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন ফিঞ্চ। পিটিআই

আস্থা: তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন ফিঞ্চ। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৩
Share: Save:

ভারতীয় রিস্ট স্পিনারদের মোকাবিলায় ম্যাথু হেডেনের পরামর্শ অস্ত্র হতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। আজ, রবিবার, বিশাখাপত্তনমে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। টি-টোয়েন্টিতে অবশ্য চায়নাম্যান বোলার কুলদীপ যাদব খেলছেন না। কিন্তু লেগস্পিনার যুজবেন্দ্র চহাল আছেন। কুলদীপ ফিরবেন আবার ওয়ান ডে সিরিজে।

কোচ জাস্টিন ল্যাঙ্গারের অনুরোধে শনিবার অ্যারন ফিঞ্চদের নেটে এসেছিলেন প্রাক্তন ওপেনার হেডেন। অনেকটা সময় তাঁকে কথা বলতে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সঙ্গে। টিভি ধারাভাষ্যকার হিসেবে ভারতে এসেছেন হেডেন। শনিবার নেটে তাঁকে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সামনে নানা ধরনের শট খেলে দেখাতে।

সাংবাদিক বৈঠকে এসে ফিঞ্চ বলে যান, ‘‘ভারতের মাটিতে হেডেনের অসাধারণ সাফল্যের কথা আমরা সবাই জানি। ওর মতো ব্যাটসম্যানের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। টপ অর্ডার ব্যাটিং নিয়ে অনেক কথা বলেছে হেডেন।’’ শুধু ব্যাটিং নিয়েই নয়, স্লিপ ক্যাচিং নিয়েও পরামর্শ দিতে দেখা যায় হেডেনকে। ‘‘হেডেন দুর্দান্ত স্লিপ ফিল্ডার ছিল। ওর পরামর্শ সব সময় কাজে দেবে,’’ বলেছেন অস্ট্রেলীয় অধিনায়ক।

ফিঞ্চ মনে করেন, ভারতের বিরুদ্ধে এই সীমিত ওভারের সিরিজ দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেবে নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে চোট পান আপাতত নির্বাসনে থাকা অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তাঁরা এখনও সুস্থ হয়ে ওঠেননি। ফিঞ্চের মন্তব্য, ‘‘অস্ত্রোপচারের ব্যাপারটা ওদের মাথায় থাকবে। তার পরে যদি কোনও কারণে ওদের রিহ্যাব নিয়ে সমস্যা হয়, ঠিক সময়ে সুস্থ না হয়ে ওঠে, তা হলে বাকিদের সামনে বড় সুযোগ এসে যাবে বিশ্বকাপ খেলার। সে জন্যই এখন সামনে যা সুযোগ আসবে, তা কাজে লাগাতে হবে তরুণ ক্রিকেটারদের।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE