লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি ফাইল চিত্র
২২ বছর আগে ৪ জুলাই উইম্বলডনে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিয়েন্ডার পেজ ও মহেশ ভুপতি জুটি। ১৯৯৯ সালে ইতিহাস গড়েছিলেন তাঁরা। রবিবারের দিনটা তাই বিশেষ দিন তাঁদের কাছে। এই দিনটা স্মরণীয় করে রাখতে বিশেষ কিছু করতে চান মহেশ।
২২ বছর আগের স্মৃতি টুইটারে শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন লিয়েন্ডার। তিনি লেখেন, ‘২২ বছর আগে এই দিনে প্রথম ভারতীয় হিসেবে উইম্বলডন জিতে দেশকে গর্বিত করতে পেরেছিলাম’।
পুরনো স্মৃতিতে মজে রয়েছেন তাঁর তৎকালীন সঙ্গী মহেশও। লিয়েন্ডারের টুইটের উত্তরে মহেশ লেখেন, ‘হ্যাঁ, প্রথম উইম্বলডন জেতার সেই দিনটা সত্যি বিশেষ দিন। তোমার কী মনে হয় না নতুন কিছু করার সময় এসেছে’? সঙ্গে সঙ্গেই উত্তর দেন লিয়েন্ডার। তিনি লেখেন, ‘আমি সব সময় আছি। বল তোমার কী পরিকল্পনা?’
I’m always game 🎾😁 what’s the plan? https://t.co/A18qzVa6sb
— Leander Paes OLY (@Leander) July 4, 2021
মজা করে মহেশ লেখেন, ‘গতকাল আমি একটু অনুশীলন করেছিলাম। অলিম্পিক্সে ওয়াইল্ড কার্ড না থাকাটা খুব খারাপ নিয়ম’। আসলে মিক্সড ডাবলস ও ডাবলস মিলিয়ে ১২টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও অলিম্পিক্সে পদক জেতা হয়নি মহেশ ভুপতির। ২০০৪ সালে লিয়েন্ডারের সঙ্গে জুটি বেঁধে নামলেও পদক পাওয়া হয়নি তাঁর। সেই আফসোসটা রয়ে গিয়েছে।
অলিম্পিক্সে পদক জিততে না পারলেও দেশের হয়ে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন ভারতের এই তারকা জুটি।
Let me get back to you!! In the mean time Happy 22nd anniversary 😉 #LeeHesh #Wimbledonchampions @Leander @Wimbledon https://t.co/YOuaqsUqva
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) July 4, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy