সাক্ষাৎ: ফেডারেশন সভাপতি প্রফুল্ল পটেলের সঙ্গে নর্টন।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সাত মাস আগে অবশেষে কোচ নিয়ে জটিলতা কাটল ভারতের। প্রত্যাশা মতোই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচিত হলেন পর্তুগালের লুইস নর্টন দে মাতুস। একই দিনেই বেছে নেওয়া হল সহকারী কোচকেও। তিনি, নর্টনের স্বদেশীয় হুগো আলেকজান্দ্রে দস স্যান্টোস মার্টিন্স।
৪ মার্চ থেকে দলের সঙ্গে যোগ দেবেন বলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেলকে জানিয়েছেন মার্টিন্স। শুধু তাই নয়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আর মাত্র সাত মাস বাকি থাকলেও উদ্বিগ্ন নন তিনি। ফেডারেশন সভাপতিকে মার্টিন্স বলেছেন, ‘‘সাত মাস কিন্তু খুব একটা কম সময় নয় প্রস্তুতির জন্য। আশা করছি, বিশ্বকাপের অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল হতাশ করবে না।’’
আরও পড়ুন: বেঙ্গালুরুতে নেমেই পিচ-দর্শন স্মিথদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy