প্যারিস সঁ জঁ মেসিকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি। —ফাইল চিত্র
কোথায় লিয়োনেল মেসি? সোমবারই বার্সেলোনা ছেড়ে প্যারিস চলে আসবেন, মঙ্গলবার তাঁর শারীরিক পরীক্ষার পর সে দিনই প্যারিস সঁ জঁ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেবে যে, মেসি তাদের- এরকমই খবর জানিয়েছিল স্পেন ও ফ্রান্সের সংবাদমাধ্যম। কিন্তু তারাই জানিয়েছে, মেসি এখনও বার্সেলোনাতেই আছেন। কবে প্যারিসে আসবেন, তা এখনও ঠিক করেননি।
প্যারিস সঁ জঁ মেসিকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি। তারা নাকি আইফেল টাওয়ার থেকে নিজেদের জার্সিতে মেসিকে জনসমক্ষে আনবে। আইএফএল টাওয়ার ইতিমধ্যেই সংরক্ষণ করে ফেলেছে তারা। মেসি যে পিএসজি-তে ১৯ নম্বর জার্সি পরে খেলবেন, সেটাও জানিয়ে দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম। পিএসজি সমর্থকরা ‘পার্ক দ্য প্রিন্সেস’-এর (পিএসজি-র স্টেডিয়াম) সামনে চলেও এসেছেন তাঁদের নতুন নায়ককে দেখবেন বলে। পাতা হয়ে গিয়েছে লাল কার্পেট।
কিন্তু কোথায় মেসি? আপাতত তিনি বার্সেলোনাতেই রয়েছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যেও এসেছে। আর এখানেই অনেকের মনে হঠাৎ প্রশ্ন জাগছে, মেসি পিএসজি-তে আসছেন তো? তাঁদের মনে বারবার জাগছে রবিবার মেসির সাংবাদিক সম্মেলনের শেষ কথাটি, ‘পিএসজি-র সঙ্গে কথাবার্তা চলছে। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।’
Lionel Messi has been spotted at his house in Barcelona - after rumours emerged that he was already on his way to Paris to sign for PSG. pic.twitter.com/gVMqUt2caz
— Football Daily (@footballdaily) August 9, 2021
Messi’s arrival in Paris has not been planned yet. ‘Patience’. No presentation scheduled on Tuesday by PSG as of now. 🔴 #Messi
— Fabrizio Romano (@FabrizioRomano) August 9, 2021
PSG optimistic and waiting for Leo - some details to be discussed with laywers in the next hours. Messi will be in Paris once contract will be agreed.
তা হলে কি এখনও মেসির পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্ন হঠাৎই উঠতে শুরু করেছে। এখনও নাকি চুক্তিপত্রের কিছু অংশ নিয়ে কথাবার্তা চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy