সমস্যায় মেসি। ফাইল ছবি
আচমকাই সমস্যায় পড়লেন লিয়োনেল মেসি। সেই সঙ্গে বিপদে বার্সেলোনার কিছু ফুটবলারও। মেসির বাড়িতে গত সোমবার একটি পার্টি আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতেই কোভিডের বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
সোমবার বার্সেলোনায় নিজের বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করেছিলেন মেসি। সেখানে বার্সেলোনার ফুটবলাররা হাজির ছিলেন। কয়েকজন এসেছিলেন নিজের বান্ধবীদের নিয়েও। ফুটবলারদের আসা-যাওয়ার ছবি এবং পার্টিতে গানের ভিডিয়োও নেটমাধ্যমে প্রকাশ পেয়েছে।
কিন্তু কাতালোনিয়ার নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে ছ’জনের বেশি ব্যক্তির উপস্থিতি নিষিদ্ধ। মেসির পার্টিতে যে সংখ্যা মানা হয়নি। অন্যান্য কোনও বিধিও লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে লা লিগা এবং স্থানীয় পুলিশ।
📸| Players arriving at Messi's house.
— Barça Buzz (@Barca_Buzz) May 3, 2021
Via: @sport pic.twitter.com/6GiRvPKCZO
📸| Players leaving Lionel Messi's house.
— Barça Buzz (@Barca_Buzz) May 3, 2021
Via: @mundodeportivo pic.twitter.com/1lYY64hHNb
📽| Campeones! Campeones! Chants at Lionel Messi's house.@ElGolazoDeGol via @INIE8TAZOpic.twitter.com/TEcPbmO1OR
— Barça Buzz (@Barca_Buzz) May 3, 2021
জানা গিয়েছে, কোনও বিশেষ অনুষ্ঠান নয়। গোটা দলের মনোবল চাঙ্গা করতেই এই পার্টির আয়োজন করেছিলেন মেসি। লা লিগায় তাদের চার ম্যাচ বাকি। পরের ম্যাচ আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে, যেখানে লা লিগা অনেকটাই মীমাংসা হয়ে যাওয়ার সম্ভাবনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy