লিয়োনেল মেসি। ছবি রয়টার্স
নেটমাধ্যমে তিনি খুব একটা সক্রিয় নন। মাঝে মাঝে জীবনের উল্লেখযোগ্য ঘটনা পোস্ট করেন। তবু তাঁকে ‘ফলো’ করেন কোটি কোটি ভক্ত। তবে ইদানীং নেটমাধ্যমে হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছেন লিয়োনেল মেসি। তাঁর একের পর এক ছবি ভাইরাল হচ্ছে।
সম্প্রতি মেসির একাধিক ইনস্টাগ্রাম পোস্ট তাঁকে চর্চার কেন্দ্রে নিয়ে এসেছে। দেখা গিয়েছে, মেসির অ্যাকাউন্টে যে তিনটি পোস্ট সব থেকে জনপ্রিয় তার সবক’টিই হয়েছে গত এক থেকে দেড় মাসে। এই তিনটি ছবি ইনস্টাগ্রামে সব থেকে বেশি ‘লাইক’ হওয়া ছবির তালিকায় আপাতত ছয়, সাত এবং আট নম্বরে রয়েছে।
গত মাসে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেটিই মেসির ফুটবল জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফি। ম্যাচের পর ড্রেসিংরুমে ট্রফির সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মেসি। সেই ছবি ‘লাইক’ করেছেন ২১ কোটি ৮৯ লক্ষ মানুষ।
এর পরেই রয়েছে মেসির প্যারিস সঁ জঁ-তে যোগদানের ছবি। পার্ক দ্য প্রাঁসে নিজের ৩০ নম্বর জার্সি ধরে দাঁড়িয়ে থাকা মেসির সেই ছবি লাইক করেছেন ২১ কোটি ৮১ লক্ষ মানুষ। তৃতীয় ছবিটি বার্সেলোনার হয়ে মেসির শেষ সাংবাদিক বৈঠকের। এই ছবি পোস্ট করার পাশাপাশি লম্বা বার্তাও লিখেছিলেন মেসি। সেটি পছন্দ করেছেন ২১ কোটি ৩ লক্ষ মানুষ।
পিএসজি-তে যোগদানের পর থেকেই মেসির ‘ফলোয়ার’-এর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। প্যারিসের নতুন সমর্থকরা তো রয়েছেনই, পাশাপাশি বার্সেলোনায় খেলার কারণে যাঁরা এর আগে মেসিকে ফলো করতেন না তাঁরাও মেসিকে এখন ফলো করতে শুরু করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy