ক্রিস কেয়ার্নস ফাইল ছবি
শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ক্রিস কেয়ার্নসের। তাঁকে লাইফ সাপোর্ট থেকে সরানো হয়েছে। শুক্রবার পরিবারের এক সদস্য এই কথা জানিয়েছেন।
কিছুদিন আগেই হৃদযন্ত্রের সমস্যার কারণে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল ক্রিসকে। তাঁর অবস্থা এতটাই সঙ্কটজনক হয়ে পড়ে যে তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়। কিন্তু ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়েছে তাঁর। এখন তিনি অনেকটাই স্বাভাবিক।
ক্রিসের আইনজীবী অ্যারন লয়েড নেটমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘ক্রিসকে লাইফ সাপোর্ট থেকে সরানো হয়েছে এবং ও পরিবারের সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলতে পারছে। সবার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। তবে এখনও আমরা গোপনীয়তা বজায় রাখতে চাই’।
For those of you who want to know how @chriscairns168 is getting on, I’m pleased to say that Chris is off life support & has been able to communicate with his family. They are thankful for all of the support & well wishes from everyone, & ask 4 continued privacy. Great news. ❤️🩹
— Aaron Lloyd (@AaronLloydNZL) August 19, 2021
হাসপাতালের তরফে এক মুখপাত্র জানিয়েছেন, ক্রিসের অবস্থা এখন স্থিতিশীল। নড়াচাড়া এবং কথাবার্তা স্বাভাবিক। আগামী কয়েকদিন তাঁকে কড়া নজরে রাখা হবে। কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তা অবশ্য এখনও জানানো হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy