Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Racing

এফ ওয়ানে নতুন কীর্তি হ্যামিল্টনের

মার্সিডিজের চালক হ্যামিল্টনের যখন জয়জয়কার, তখন বিপর্যস্ত অবস্থা সামলাতে হল ফেরারিকে।

নজির: দ্রুততম হ্যামিল্টন।

নজির: দ্রুততম হ্যামিল্টন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৩
Share: Save:

ফর্মুলা ওয়ান কার রেসিংয়ের ইতিহাসে নজির গড়লেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন চালক লিউইস হ্যামিল্টন। শনিবার ইটালিয়ান গ্রঁ প্রিঁ-তে সব চেয়ে কম সময়ে নির্ধারিত দূরত্ব (ল্যাপ) অতিক্রম করে দৌড় শেষ করলেন তিনি।

মার্সিডিজের চালক হ্যামিল্টনের যখন জয়জয়কার, তখন বিপর্যস্ত অবস্থা সামলাতে হল ফেরারিকে। কারণ, তাঁদের ঘরের ট্র্যাকে ফেরারি প্রথম দশে শেষ করতে পারল না। শেষ বার তাদের এই সমস্যা হয়েছিল সেই ১৯৮৪ সালে।

হ্যামিল্টন তাঁর এই অবিশ্বাস্য পাক শেষ করেন এক মিনিট ১৮.৮৮৭ সেকেন্ডে। তাঁর গাড়ির গড় গতিবেগ প্রতি ঘণ্টায় ছিল ২৬৪.৩৬২ কিলোমিটার।খেলোয়াড় জীবনে এটি হ্যামিল্টনের সফল ভাবে শেষ করা ৯৪তম গাড়ি-দৌড়। চ্যাম্পিয়নশিপে তাঁর সব চেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যাক্স ভার্সতাপ্পেন সাতটি দৌড়ের পরে রয়েছেন ৪৭ পয়েন্ট পিছনে।

করোনা সংক্রমণের কারণেই দর্শকের হাজিরা ছিল না হ্যামিল্টনের এই অবিশ্বাস্য গাড়ি-দৌড় দেখার জন্য। রবিবার ফের আরও একটি দৌড় রয়েছে হ্যামিল্টনের। যদি সেটাও তিনি জিতে যান, তা হলে আটটি গাড়ি-দৌড়ের মধ্যে ছ’টিতেই তিনি চ্যাম্পিয়ন হবেন। সে ক্ষেত্রে ফেরারির কিংবদন্তি চালক মিশায়েল শুমেখারের সর্বকালীন রেকর্ড স্পর্শ করার চেয়ে এক ধাপ পিছিয়ে থাকবেন হ্যামিল্টন।

অন্য বিষয়গুলি:

Lewis Hamilton Racing Italian Grand Prix
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy