Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Lakshya Sen

All England Championship final : অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের লক্ষ্য সেন, হারালেন জিয়াকে

সাইনা ফাইনালে উঠলেও হেরে গিয়েছিলেন। প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের পর এখনও পর্যন্ত অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ কোনও ভারতীয় জিততে পারেননি।

লক্ষ্য সেন। 

লক্ষ্য সেন।  ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ২০:৫৬
Share: Save:

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের লক্ষ্য সেন। সেমিফাইনালে বিশ্বের সাত নম্বর লি জি জিয়াকে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ফলে হারালেন লক্ষ্য। গত বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপজয়ী মালয়েশিয়ার জিয়ার বিরুদ্ধে দাপট দেখালেন ভারতের লক্ষ্য।

২০১৫ সালে সাইনা নেহওয়ালের পর ফের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। এ বারের প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য হারিয়ে ছিলেন বিশ্বের তিন নম্বর অ্যান্ডার্স অ্যান্টনসেনকে। ডেনমার্কের সেই খেলোয়াড়কে লক্ষ্য হারিয়ে দেন স্ট্রেট সেটে (২১-১৬, ২১-১৮)।

সাইনা ফাইনালে উঠলেও হেরে গিয়েছিলেন। প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের পর এখনও পর্যন্ত অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ কোনও ভারতীয় জিততে পারেননি।

সেমিফাইনালে মঞ্চে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছিলেন না। প্রথম সেটে লক্ষ্য ২১-১৩ জিতে গেলে, পরের সেটেই ফিরে আসেন জিয়া। তিনি সেই সেট জিতে নেন ২১-১২ ব্যবধানে। শেষ লড়াই করে জিততে হয় লক্ষ্যকে। ২১-১৯ ফলে গেম জেতেন তিনি।

অন্য বিষয়গুলি:

Lakshya Sen badminton All England Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE