Advertisement
২০ জানুয়ারি ২০২৫
kolkata knight riders

KKR: পেসারের খোঁজে নাইটরা

অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সুযোগ পেয়ে উল্লসিত শ্রীলঙ্কার লেগস্পিনার-অলরাউন্ডার ওয়াহিন্দু হাসরঙ্গ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ০৮:৩৯
Share: Save:

আইপিএল-এর বাকি পর্বে খেলতে পারবেন না প্যাট কামিন্স। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়াচ্ছেন অভিজ্ঞ অস্ট্রেলীয় পেসার। তাঁর পরিবর্তে নতুন এক জন পেসারের খোঁজ চলছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ডের সাকিব মাহমুদের উপরে নজর রেখেছে কেকেআর। ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ উইকেট পেয়েছেন সাকিব। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের সেরা হিসেবেও বেছে নেওয়া হয় তাঁকে। নাইট শিবির সূত্রে জানা গিয়েছে, তরুণ পেসারের বৈচিত্রে মুগ্ধ দলের অনেকেই। অধিনায়ক অইন মর্গ্যানেরও পছন্দের পেসার সাকিব। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে মর্গ্যানই তাঁকে খেলিয়েছেন।

অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সুযোগ পেয়ে উল্লসিত শ্রীলঙ্কার লেগস্পিনার-অলরাউন্ডার ওয়াহিন্দু হাসরঙ্গ। তিনি বলেছেন, ‘‘আমি খুব খুশি। আইপিএলে প্রথম বার খেলার সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেব।’’

তরুণ লেগস্পিনারকে দলে পেয়ে স্বস্তিতে আরসিবি-র ‘ডিরেক্টর অব ক্রিকেট’ ও কোচ মাইক হেসন। তাঁর কথায়, ‘‘আমাদের প্রতিভা অন্বেষণকারী দলই ওকে পছন্দ করেছে। লেগস্পিনার হিসেবেও হাসরঙ্গ যেমন সফল, হাতে বড় শটও রয়েছে।’’

সিঙ্গাপুরের টিম ডেভিডকে নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছেন হেসন। তাঁর কথায়, ‘‘ডেভিডকে পাওয়ায় মাঝের সারির ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। এবি ডিভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলকেও স্বস্তি দেবে ওর উপস্থিতি। ওদের মধ্যে কোনও এক জন একটি ম্যাচ না খেললে ডেভিডকে খেলানো যেতে পারে।’’

অন্য বিষয়গুলি:

kolkata knight riders KKR Eoin Morgan Dinesh karthik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy