Advertisement
০৫ নভেম্বর ২০২৪
বৃষ্টিতে বন্ধ নাইটদের অনুশীলন

বিশ্বকাপের আগে স্বস্তি কার্তিকদের শিবিরে

কলকাতা নাইট রাইডার্স শিবির অনেকটা স্বস্তিতে। কুলদীপ যাদব, নিউজ়িল্যান্ডের লকি ফার্গুসন এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট ছাড়া বিশ্বকাপে নিশ্চিত সুযোগ পাওয়ার মতো ক্রিকেটার নেই। জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেছেন আন্দ্রে রাসেল। বিশ্বকাপের ভাবনায় রাসেল নিশ্চিত নন। 

ভরসা: নাইট শিবিরের সেরা অস্ত্র কুলদীপ যাদব। ফাইল চিত্র

ভরসা: নাইট শিবিরের সেরা অস্ত্র কুলদীপ যাদব। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৩:৫৭
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারের পরে সবার নজর এখন আইপিএলে। প্রত্যেক দলই নিজেদের মাঠে শুরু করেছে অনুশীলন। প্রত্যেক দেশের বোর্ডই চাইবে আইপিএল খেলে তাদের ক্রিকেটারেরা যেন ক্লান্ত হয়ে না পড়েন। সব চেয়ে সমস্যা হতে পারে সে সব দলগুলোর যাদের দলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার মতো নিশ্চিত ক্রিকেটারেরা রয়েছেন।

কলকাতা নাইট রাইডার্স শিবির অনেকটা স্বস্তিতে। কুলদীপ যাদব, নিউজ়িল্যান্ডের লকি ফার্গুসন এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট ছাড়া বিশ্বকাপে নিশ্চিত সুযোগ পাওয়ার মতো ক্রিকেটার নেই। জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেছেন আন্দ্রে রাসেল। বিশ্বকাপের ভাবনায় রাসেল নিশ্চিত নন।

ক্রিকেটারদের বিশ্রামের বিষয়ে ভারতীয় বোর্ড থেকে যদিও কোনও সরকারি বার্তা এখনও দেওয়া হয়নি। কিন্তু অধিনায়ক কোহালি নিশ্চয়ই চাইবেন না, আইপিএলের পরিশ্রম তাঁর দলকে ক্লান্ত করে তুলুক।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ বার অন্যান্য দলগুলোর উপর নজর রাখা যাক—

চেন্নাই সুপার কিংস: প্রায় ৯জন ক্রিকেটার বিশ্বকাপের ভাবনায় রয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি, ফ্যাফ ডুপ্লেসি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, ডেভিড উইলি, কেদার যাদব, মিচেল স্যান্টনার, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি। প্রত্যেকে দেশের হয়ে নিয়মিত ওয়ান ডে খেলেন। তাই আইপিএলে বিশ্রাম দিয়ে হয়তো খেলাতে হবে প্রত্যেককে।

দিল্লি ক্যাপিটালস: সাতজন ক্রিকেটার বিশ্বকাপের নকশায়। শিখর ধওয়ন, ঋষভ পন্থ, কলিন মুনরো, কিমো পল, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট।

কিংস ইলেভেন পঞ্জাব: প্রীতি জিন্টার দলে ছ’জন নিশ্চিত বিশ্বকাপে খেলবেন। নিকোলাস পুরান, কে এল রাহুল, ক্রিস গেল, ডেভিড মিলার, মুজিব-উর-রহমান ও মহম্মদ শামি। নজর থাকবে শামির উপর। ভারতীয় দলের মূল পেসার তিনি। তাঁকে সব ম্যাচে হয়তো খেলাবে না পঞ্জাব।

মুম্বই ইন্ডিয়ান্স: বিশ্বকাপের দৌড়ে ছ’জন। রোহিত শর্মা, কুইন্টন ডি কক, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, অ্যাডাম মিলনে ও জেসন বেহরেনডর্ফ।

রাজস্থান রয়্যালস: শেন ওয়ার্নের দলেও রয়েছেন ছয় ক্রিকেটার। তাঁরা হলেন স্টিভ স্মিথ, জস বাটলার, অ্যাশটন টার্নার, বেন স্টোকস, ইশ সোধি ও ওশেন থমাস।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহালির দলে ন’জন রয়েছেন, যাঁদের ছাড়া বিশ্বকাপ ভাবাই যাবে না। বিরাটের সঙ্গে রয়েছেন, শিমরন হেটমায়ার, যুজবেন্দ্র চহাল, টিম সাউদি, মার্কাস স্টোয়নিস, কলিন ডি গ্র্যান্ডহোম ও হেনরিখ ক্লাসেন।

সানরাইজার্স হায়দরাবাদ: আটজন বিশ্বকাপের দলে নিশ্চিত। মার্টিন গাপ্টিল, জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, শাকিব-আল-হাসান, মহম্মদ নবি, বিজয় শঙ্কর, রশিদ খান, ও ভুবনেশ্বর কুমার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE