Advertisement
২৪ অক্টোবর ২০২৪

বাগানে শিবির শুরু কেরলের

আইএসএলের জন্য তাইল্যান্ড থেকে প্রস্তুতি শিবির সেরে এসে কলকাতায় শেষ পর্যায়ের শিবির শুরু করল কেরল ব্লাস্টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৭
Share: Save:

আইএসএলের জন্য তাইল্যান্ড থেকে প্রস্তুতি শিবির সেরে এসে কলকাতায় শেষ পর্যায়ের শিবির শুরু করল কেরল ব্লাস্টার্স। সচিন তেন্ডুলকরের টিম এ এ দিন সন্ধেয় টানা দু’ঘণ্টা ফ্লাডলাইটে অনুশীলনও করল মোহনবাগান মাঠে। কোচ স্টিভ কপেলের তত্ত্বাবধানে মেহতাবরা এ দিনই প্রথম কোচির টিমের হয়ে অনুশীলনে নামলেন। তবে চোট থাকায় এ দিন রফিক প্র্যাকটিস করেননি। তিনি প্র্যাকটিস সেশন কাটান সাপোর্ট স্টাফদের সঙ্গেই। ১ অক্টোবর গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ কেরল ব্লাস্টার্সের। কলকাতায় দশ দিন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে গুয়াহাটিতে উড়ে যাবে ব্লাস্টার্স। কেরলের টিমের সিনিয়র ফুটবলার মাইকেল চোপড়া এ দিন বলছিলেন, ‘‘ব্যাঙ্কক থেকে কোচি ফিরে ফের গুয়াহাটি ও কলকাতায় ম্যাচ খেলতে গেলে বেশি জার্নি করতে হত। সেটা এড়াতেই কলকাতাকে বেস বানিয়ে প্রথম দুই অ্যাওয়ে ম্যাচের জন্যই এখানে শিবির করতে হল।’’ টিমের কোচ স্টিভ কপেল বলেন, ‘‘ভারতীয় ছেলেদর সঙ্গেই পরিচয় সে ভাবে হয়নি। আগামী দশ দিনে তা করে ফেলতে হবে।’’

অন্য বিষয়গুলি:

Kerala Blasters Mohun bagan ground
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE