রাহুল দ্রাবিড়: টেস্ট দলে টিম ইন্ডিয়ার ‘মিস্টার ডিপেন্ডেবল’ জায়গা পেয়েছেন কপিলের বাছাই করা সেরা এক দিনের একাদশেও। দ্রাবিড়ের নির্বাচনে অনেকে হতবাক হলেও তাঁর এক দিনের আন্তর্জাতিক রেকর্ড যথেষ্ট সমীহ জাগানোর মতো। ৩৪৪টি ওয়ান ডে-তে ১০ হাজার রানের গণ্ডি পার করা দ্রাবিড়ের ব্যাট থেকে বেরিয়েছে ১২টি সেঞ্চুরি এবং ৮৩টি হাফ সেঞ্চুরি।
বিরাট কোহালি: সচিনের মতোই দেশের হয়ে একাই বহু ম্যাচ বার করেছেন বিরাট কোহালি। ক্রিকেটের তিন ফরম্যাটেই সমান সাবলীল বিরাটের ওয়ান ডে-র রেকর্ড রীতিমতো আকর্ষণীয়। ২৪৮টি একদিনের ম্যাচে ১১৮৬৭ রান। ইতিমধ্যেই ৪৩টি সেঞ্চুরি করা হয়ে গিয়েছে বিরাটের। এক দিনের ম্যাচে সচিনের সেঞ্চুরির রেকর্ডের দিকেই দৌড়চ্ছেন তিনি। ৫৯.৩৩ গড়ে ৫৮টি হাফ সেঞ্চুরিও রয়েছে বিরাটের।
যুবরাজ সিংহ: তিরাশির বিশ্বকাপ জয়ী কপিল নিজেকে এই একাদশে না রাখলেও জায়গা দিয়েছেন যুবরাজকে। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ওই টুর্নামেন্টের ৯টি ম্যাচে ৩৬২ রান করেছিলেন। সঙ্গে ১টি সেঞ্চুরি এবং ৪টে হাফ সেঞ্চুরি। সে বারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার ৩০৪টি ম্যাচে ৮৭০১ রানের মালিক। কেরিয়ারে রয়েছে ১৪টি সেঞ্চুরি এবং ৫২টি হাফ সেঞ্চুরি। বাঁ হাতি স্পিনেও ভেল্কি দেখাতে পারেন তিনি। সঙ্গে যোগ করুন তাঁর ফিল্ডিং-দক্ষতা।
মহেন্দ্র সিংহ ধোনি: কপিলের সেরা একাদশে বিরাট কোহালি থাকলেও ধোনিকেই দলের অধিনায়ক বেছে নিয়েছেন কপিল। ২০১১ সালের আইসিসি ক্রিকেট জয়ী দলের টিম ইন্ডিয়ার অধিনায়কের উপর অগাধ আস্থা দেখিয়েছেন তিনি। ৩৫০টি ওয়ান ডে-তে ১০টি সেঞ্চুরি রয়েছে মাহির। সঙ্গে করেছেন ৭৩টি হাফ সেঞ্চুরি। ওয়ান ডে-তে কেরিয়ারের সর্বোচ্চ অপরাজিত ১৮৩। উইকেটের পিছনেও ‘ক্যাপ্টেন কুল’-এর ত়়ড়িৎ গতির স্টাম্পিংয়েও মুগ্ধ ক্রিকেটবিশ্ব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy