৩৫ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার রিকার্ডো কাকা। এসি মিলান থেকে রিয়েল মাদ্রিদ সেখান থেকে জাতীয় দল, দাঁপিয়ে খেলেছেন সর্বত্র। ২০০২-এ ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। যদিও তখন একদম জুনিয়ার। খেলেছিলেন মাত্র ২৫ মিনিট কোস্টারিকার বিরুদ্ধে। ২০০৬ বিশ্বকাপ দলেরও সদস্য ছিলেন তিনি।
রবিবার সব রকম ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন কাকা। তিনি টুইট করে বলেন, ‘‘আমি যা পেয়েছি সেটা আমার প্রত্যাশার বাইরে। সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তী জীবন শুরু করার জন্য তৈরি।’’ এই বছরই কাকা জানিয়ে দিয়েছিলেন অর্ল্যান্ডো সিটির সঙ্গে তিনি আর নতুন চুক্তিতে যাচ্ছেন না। তখনই জল্পনা শুরু হয়, তিনি হয়তো ফিরে যাবেন তাঁর পুরনো ক্লাব এসি মিলানে। এখান থেকেই তাঁর বিখ্যাত হয়ে ওঠা।
এক সাক্ষাৎকারে সেই সময় কাকা বলেছিলেন, তিনি যেখানেই যান না কেন, সেখানে তাঁকে অন্য ভূমিকায় দেখা যাবে। সেটা ম্যানেজার হতে পারে বা স্পোর্টি ডিরেক্টর। ‘‘পেশাদার ফুটবলার হয়ে ওঠার জন্য যে ভাবে নিজেকে তৈরি করেছিলাম ঠিক সে ভাবেই পরবর্তী কাজের জন্যও নিজেকে প্রস্তুত করেছি,’’ বলেছিলেন তিনি।
আরও পড়ুন
ম্যাচ জিতে পেপকে জবাব জোসের, দুরন্ত লিভারপুল
তিনি এও জানিয়েছিলেন, মিলান তাঁকে অফার দিয়েছে ক্লাবে যোগ দেওয়ার জন্য। কিন্তু তাঁর ভূমিকা সেখানে কী হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি। এই মিলানের হয়েই ২০০৭এ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন কাকা। সাও পাওলোও কাকাকে তাদের হয়ে খেলার আবেদন জানিয়েছিল। এই সাও পাওলো থেকেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। তিনিই শেষ ব্রাজিলিয়ান যাঁর হাতে ২০০৭ সালে উঠেছিল প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কার।
কাকার অবসরের টুইট
কাকার অবসরের টুইট ! ’ !! ó é
Father,
— Kaka (@KAKA) December 17, 2017
It was much more than I could ever imagined. Thank you! I’m now ready for the next journey. In Jesus name. Amem.
Pai,
Foi muito mais do que eu pedi ou imaginei!Obrigado! Eis-me aqui para próxima jornada. Em nome de Jesus. Amém. pic.twitter.com/PofZBAV0BE
কাকার অবসরের টুইট
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy