ভারত এ দলের বিরুদ্ধে খেলার সময়ে চোট পান নিশাম।
সবার জন্য নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জিমি নিশামের পরামর্শ, রিভার্স সুইপ করতে গিয়ে নিজেকে আহত করো না।
ভারত এ দলের বিরুদ্ধে খেলার সময়ে রিভার্স সুইপ করতে গিয়েই নিশাম নিজেকে বিপন্ন করে বসেন। ভারত এ ও নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ৩১ তম ওভারে ক্রুনাল পাণ্ড্যর বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন নিশাম।
বল তাঁর ব্যাটে লেগে হেলমেটের গ্রিলে সজোরে এসে লাগে। যন্ত্রণাকাতর নিশামের চিকিৎসার জন্য মাঠে চলে আসেন ফিজিয়ো। তার পর মাঠ ছেড়ে চলে যান নিশাম। পরে অবশ্য মাঠে নামেন তিনি। জর্জ ওয়ার্কার ১৩৫ রান করেন সেই ম্যাচে। তিনি ফেরার পরে নিশাম আবার ব্যাট করতে নামেন। ৩১ বলে ৩৩ রানে অপরাজিত থেকে যান তিনি।
Got fixed up good today! Lesson: don’t reverse sweep up into your own face 😂😂😂 pic.twitter.com/0zTVFw8NLD
— Jimmy Neesham (@JimmyNeesh) January 24, 2020
পরে আহত নিশাম একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাঁর ক্ষত বেশ ভালই বোঝা যাচ্ছে। উঠতি ক্রিকেটারদের শিক্ষা দেওয়ার জন্য ছবিটিতে নিশাম লিখেছেন, রিভার্স সুইপ করতে গিয়ে নিজের মুখে আঘাত করো না।
Neesham’s Reverse Sweep 😂😂 pic.twitter.com/iwNAL0dTWt
— Rifaath Chukkan (@RifaathChukkan) January 25, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy