রুপো জিতলেন নীরজ। —ফাইল চিত্র
ফের রেকর্ড গড়লেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড ভাঙলেন তিনি। পুরনো রেকর্ডটিও তাঁরই ছিল। বৃহস্পতিবার সুইডেনে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়লেন নীরজ। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এর আগে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন।
জাতীয় রেকর্ড গড়লেও সোনা জেতা হল না নীরজের। ডায়মন্ড লিগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। গ্রেনেডার অ্যান্ডরসন পিটারস ৯০.৩১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ পেয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি জ্যাভলিন ছোড়েন ৮৯.০৮ মিটার।
২০১৮ সালের পর প্রথম বার ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। সে বার জুরিখে চতুর্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের আগে মোট সাত বার ডায়মন্ড লিগে অংশ নিলেও পদক ছিল না নীরজের। সেই আক্ষেপ মিটল অলিম্পিক্সে সোনাজয়ীয়ের।
"I thought I could throw 90m today, but slow improvement is good!"@neeraj_chopra1 was happy with his Indian record at #StockholmDL
— Wanda Diamond League (@Diamond_League) June 30, 2022
#DiamondLeague pic.twitter.com/O3jJgmCJ2n
নীরজ জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। বৃহস্পতিবার সেই লক্ষ্যের খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হল না। যদিও তাড়াহুড়ো করতে রাজি নন নীরজ। ধীরে ধীরে উন্নতি চাইছেন বলেই জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy