দলে ফিরলেন রোহিত। —ফাইল চিত্র
ইংল্যান্ডের বিরুদ্ধে রঙিন জার্সিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। দু’টি সিরিজেই নেতা রোহিত। এক দিনের দলে নেওয়া হল অর্শদীপ সিংহকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা টি-টোয়েন্টি দলের সঙ্গে জুড়ে দেওয়া হল রোহিতকে। প্রথম টি-টোয়েন্টিতে রোহিত দলে ফিরলেও নেই বিরাট কোহলী। তিনি ফিরবেন দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিতে। সেই দু’টি ম্যাচে ফেরানো হবে ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরাকেও। নেই মহম্মদ শামি।
এক দিনের সিরিজে রোহিত, বিরাট, বুমরাদের রেখেই দল গড়া হয়েছে। সেই দলে নেওয়া হয়েছে শিখর ধবনকে। রয়েছেন ঋষভ পন্থ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজও। সেই দলেই নেওয়া হয়েছে অর্শদীপকে। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটা উমরান মালিককে রাখা হয়নি।
NEWS 🚨 - #TeamIndia’s squad for T20I & ODI series against England announced.
— BCCI (@BCCI) June 30, 2022
More details 👇 #ENGvIND https://t.co/ii121ge0jY
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সাদাম্পটনে। ৭ জুলাই হবে সেই ম্যাচ। পরের ম্যাচ বার্মিংহামে ৯ জুলাই। নটিংহ্যামে শেষ টি-টোয়েন্টি খেলা হবে ১০ জুলাই। এক দিনের সিরিজ শুরু ১২ জুলাই। ওভালে হবে সেই ম্যাচ। দ্বিতীয় এক দিনের ম্যাচ লর্ডসে। ১৪ জুলাই হবে সেই ম্যাচ। ১৭ জুলাই শেষ ম্যাচ। ম্যাঞ্চেস্টারে হবে সেই খেলা।
প্রথম টি-টোয়েন্টির দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, অর্শদীপ সিংহ এবং উমরান মালিক।
দ্বিতীয় টি-টোয়েন্টির দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান এবং উমরান মালিক।
এক দিনের সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, ঈশান কিশন, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy