Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jasprit Bumrah

Jasprit Bumrah: কপিল থেকে পাঠান, শামি, সবাইকে টপকে গেলেন বুমরা

লাল বলের ক্রিকেটেও বুমরা যে ভয়ঙ্কর, তা প্রমাণ করে দিয়েছেন তিনি।

যশপ্রীত বুমরা।

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১২:৫৬
Share: Save:

আইপিএল জন্ম দিয়েছে যশপ্রীত বুমরার। শুরুতে যাঁকে শুধু মাত্র সাদা বলের বোলার হিসেবেই মনে করা হত। তবে ২২টি টেস্ট খেলে ফেলেছেন বুমরা। গড়েছেন অবাক করা কীর্তি।

২২ টেস্ট শেষে বুমরার সংগ্রহ ৯৫টি উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে ২২টি টেস্ট খেলে কোনও পেসার এত উইকেট নিতে পারেননি। তালিকায় বুমরার পরেই রয়েছেন ইরফান পাঠান। তিনি নিয়েছিলেন ৮৬টি উইকেট। কপিল দেব নিয়েছিলেন ৮১টি উইকেট।

লাল বলের ক্রিকেটেও বুমরা যে ভয়ঙ্কর, তা প্রমাণ করে দিয়েছেন তিনি। সতীর্থ মহম্মদ শামি ২২টি টেস্ট শেষে নিয়েছিলেন ৭৬টি উইকেট। বেঙ্কটেশ প্রসাদ নিয়েছিলেন ৭১টি উইকেট।

ইংল্যান্ডেও ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। টি২০ ক্রিকেটে ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা বুমরা টেস্টে শুরু করেন নতুন বলেই। লর্ডস টেস্টে ইংল্যান্ডের ইনিংসে প্রথম আঘাত করেছিলেন তিনিই। প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন ররি বার্নসকে। লিডসেও যে তাঁর উপরেই ভরসা রাখবেন বিরাট কোহলীরা, তা বলার অপেক্ষা রাখে না।

অন্য বিষয়গুলি:

Jasprit Bumrah Team India Mohammed Shami Kapil Dev Irfan Pathan Fast Bowlers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy