স্বপ্ন সফল কোহলীর। ছবি রয়টার্স
তখন সবে দায়িত্ব পেয়েছিলেন দলকে নেতৃত্ব দেওয়ার। সেই সময় থেকেই দলকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বিরাট কোহলী। এক অনুষ্ঠানে একথা খোলসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার অ্যালান ডোনাল্ড।
কোহলীর অধীনে ৪২ মাস টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে থেকেছে ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে পর পর দু’বার সিরিজ জিতেছে তারা। একটি ইউটিউব চ্যানেলে ডোনাল্ড বলেছেন, “২০১৫ সালে বিরাটের বলা কথা এখনও আমার মাথায় ঘুরছে। ও বলেছিল ভারত একদিন বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে উঠবে। আজ বোঝা যাচ্ছে তখন কিন্তু ভুল বলেনি।”
ধোনির আমলে বিদেশের মাঠে ভারতের টেস্ট জেতার পরিসংখ্যান খুব একটা ভাল ছিল না। কোহলী আসায় সেই জায়গায় উন্নতি হয়। সে প্রসঙ্গে ডোনাল্ড বলেছেন, “কোহলী কী করছে সেটা ও জানে। বলেছিল, এই দলকে বিশ্বের সব থেকে ফিট দল তৈরি করতে এবং বিশ্বের সেরা দল তৈরি করতে চায়। এমন একটা দল, যারা বিদেশের মাটিতে যাকে খুশি হারাতে পারে।”
There was a time when this man made us feel that hitting and international century is a joke!@imVkohli pic.twitter.com/wDrfiy7gPa
— 𝐌𝐚𝐡𝐢 ♥️ (@Kohliiism) August 19, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy