Advertisement
২৭ নভেম্বর ২০২৪

বুমরার বিশেষ নজির, ঋষভকে বার্তা সহবাগের

ভারতীয় বোলারদের মধ্যে সব চেয়ে কম বলে তিনি ৫০ টেস্ট উইকেট নিলেন ২৪৬৪ বল খরচ করে। পিছনে ফেলে দিলেন আর অশ্বিনকে।

সংহারক: ৭ রানে ৫ উইকেট বুমরার। সফল জাডেজাও। পিটিআই

সংহারক: ৭ রানে ৫ উইকেট বুমরার। সফল জাডেজাও। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০৫:০৪
Share: Save:

একজন ক্রমশ: বিশ্বত্রাস বোলারে নিজেকে পরিণত করে এগিয়ে চলেছেন। অন্যজন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও ঝলসে উঠতে পারেননি।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার সঙ্গেই নতুন কীর্তি গড়েছেন বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে সব চেয়ে কম বলে তিনি ৫০ টেস্ট উইকেট নিলেন ২৪৬৪ বল খরচ করে। পিছনে ফেলে দিলেন আর অশ্বিনকে। যিনি ২৫৯৭ বল খরচ করে প্রথম ৫০টি টেস্ট উইকেট নিয়েছিলেন। বুমরা যখন আত্মবিশ্বাসী তাঁর আউটসুইঙ্গার নিয়ে, তখন ঋষভ পন্থকে নেটে আরও পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আট ওভার বল করে চারটি মেডেন-সহ সাত রানে পাঁচ উইকেট নিয়েছেন বুমরা। ভারতকে ম্যাচ জিতিয়ে বুমরা জানিয়েছেন, গত বছর পর্যন্ত যে আউটসুইঙ্গার নিয়ে তিনি আত্মবিশ্বাসী ছিলেন না, সেটাই এখন তাঁর অস্ত্র। এই মুহূর্তে টেস্টে ভারতের হয়ে দ্রুততম ৫০ উইকেট সংগ্রহকারী পেসার বুমরার কথায়, ‘‘আগে ইনসুইঙ্গার করতাম। কিন্তু যত টেস্ট ম্যাচ খেলেছি ততই আত্মবিশ্বাসী হয়েছি আউটসুইঙ্গার নিয়ে। বিশেষ করে গত বছর গ্রীষ্মে ইংল্যান্ড সফরের পরে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।’’

ভারতের হয়ে ১১ টেস্টে এই মুহূর্তে বুমরার সংগ্রহ ৫৫ উইকেট। রবিবার তাঁর দুরন্ত বোলিং সম্পর্কে বুমরার প্রতিক্রিয়া, ‘‘আমি ও ইশান্ত আগ্রাসী বোলিং করতেই ভালবাসি। পিচ থেকে সুইং আদায় করতে দু’জনেই পপিং ক্রিজকে ভাল ব্যবহার করেছি। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে।’’ টেস্টে দলে ফিরে প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পেয়েছিলেন। সে প্রসঙ্গে বুমরা বলছেন, ‘‘প্রথম ইনিংসে বল করতে গিয়ে কিছুটা জড়তা ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে সব কাটিয়ে উঠেছি। উইকেট প্রথমে পাটা লাগছিল। কিন্তু রবিবার বল নড়াচড়া করায় সুইং বোলিংয়েই মন দিয়েছিলাম।’’

ভারতের পরের টেস্ট জামাইকায়। যা শুরু হবে শুক্রবার থেকে। বুমরা জ্বলে উঠলেও উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ সে ভাবে সফল নন। দুই ইনিংসে তাঁর রান ২৪ ও ৭। বীরেন্দ্র সহবাগের মতে, এর কারণ, ভুল শট নির্বাচন। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে গেলে ঋষভকে নেটে বাড়তি পরিশ্রম করতে হবে বলেও মত দেন তিনি। তবে সহবাগ ঋষভকে সময় দেওয়ার পক্ষে। তিনি বলেন, ‘‘ঋষভ প্রতিভাবান। ওকে ভাল ভাবে তৈরি করতে হবে। ভারতীয় দলের সঙ্গে থেকে ঋষভকে ব্যক্তিগত ভুলত্রুটি কাটিয়ে উঠতে হবে।’’

অন্য বিষয়গুলি:

Cricket India West Indies Jasprit Bumrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy