Jasprit Bumrah is the highest paid cricketer for India this year dgtl
Virat Kohli
বিরাট নয়, বছরে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার বুমরা, অনেক পিছিয়ে রোহিত
চলতি বছরে ম্যাচ ফি বাবদ আয়ের হিসেবে অধিনায়ক বিরাট কোহালিকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ‘ফার্স্ট বয়’ হলেন পেসার যশপ্রীত বুমরা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৭:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
চলতি বছরে ম্যাচ ফি বাবদ আয়ের হিসেবে অধিনায়ক বিরাট কোহালিকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ‘ফার্স্ট বয়’ হলেন পেসার যশপ্রীত বুমরা।
০২১১
ভারতীয় বোর্ডের দেওয়া বার্ষিক পারিশ্রমিক ছাড়াও ম্যাচ প্রতি টাকা পান ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ খেলার জন্য দেওয়া হয় ১৫ লক্ষ টাকা, এক দিনের ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা এবং টি২০-র জন্য দেওয়া হয় ৩ লক্ষ টাকা করে।
০৩১১
এ ছাড়াও প্রতি বছর ভারতীয় দলের ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী টাকা দেওয়া হয়। ৪টি গ্রেডে ভাগ করা রয়েছে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের।
০৪১১
এ+, এ, বি এবং সি এই ৪টি গ্রেডে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এ+ গ্রেডে রয়েছেন বিরাট কোহালি, রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা।
০৫১১
বিরাট এই বছর খেলেছেন ৩টি টেস্ট, ৯টি এক দিনের ম্যাচ এবং ১০টি টি২০। এই ২২টি ম্যাচ খেলে তাঁর আয় ১ কোটি ২৯ লক্ষ টাকা।
০৬১১
বুমরা খেলেছেন ৪টি টেস্ট, যার মধ্যে রয়েছে শনিবার থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টও। ৯টি একদিনের ম্যাচ এবং ৮টি টি২০। ২১টি ম্যাচ খেলে বুমরা এই বছর পেয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ টাকা।
০৭১১
বিরাট যদি বক্সিং ডে টেস্ট খেলতেন তবে তিনিই ম্যাচ ফি বাবদ আয়ের এই তালিকায় শীর্ষে থাকতেন। কারণ তাঁর আয়ের সঙ্গে আরও ১৫ লক্ষ টাকা যোগ হতো।
০৮১১
এ+ গ্রেডের আরেক সদস্য রোহিত শর্মা আয়ের দিক থেকে বেশ পিছিয়ে। চোটের জন্য ২০২০ সালে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সফরেও শুরুর দিকে ছিলেন না। তৃতীয় টেস্ট থেকে দলে থাকলেও সেই টেস্ট শুরু হবে ২০২১ সালে। ফলে এ বছর সেই ম্যাচ ফি বাবদ আয় আর হচ্ছে না তাঁর।
০৯১১
রোহিত এই বছর খেলেছেন ৩টি এক দিনের ম্যাচ এবং ৪টি টি২০। ৭টি ম্যাচে তাঁর আয় মাত্র ৩০ লক্ষ টাকা।
১০১১
তালিকায় বুমরা এবং বিরাটের পরেই রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এ গ্রেডে থাকা এই ক্রিকেটার ২টি টেস্ট, ৯টি এক দিনের ম্যাচ এবং ৪টি টি২০ খেলে তিনি পেয়েছেন ৯৬ লক্ষ টাকা।
১১১১
কোটি টাকার তালিকায় প্রায় ঢুকেই পড়েছিলেন জাডেজা। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টি২০ এবং গোলাপি বলের টেস্টে বাইরে বসতে না হলে বছর শেষে ম্যাচ ফি বাবদ তাঁর আয়ও হতো কোটি টাকার ওপরে।