বুমরাকে সেরা বলছেন কপিল।
তাঁর ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের দ্রুততম পেসার হিসেবে টেস্টে ১০০টি উইকেট নিয়েছেন। ভারতীয় পেসারের প্রতিভায় মুগ্ধ কপিলদেব। জানিয়েছেন, প্রথম ম্যাচ থেকে নিজের প্রতিভা বুঝিয়ে দিয়েছেন বুমরা।
এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, “বুমরাকে আমি কুর্নিশ করতে চাই। কারণ আমি জানি এ ধরনের উইকেটে ১০০ উইকেট নেওয়া কতটা কঠিন। ওর বোলিং অ্যাকশন যে রকম, তাতে কাজটা আরও কঠিন হয়ে যায়। তা সত্ত্বেও ভারতের হয়ে এত বড় প্রভাব ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ওকে কুর্নিশ।”
১৯৯৪ সালে অবসর নিয়েছিলেন কপিল। তার আগে টেস্টে বিশ্বের সর্বোচ্চ উইকেট (৪৩৪) তাঁরই ছিল। সে কারণেই বিশ্বের বিভিন্ন দেশে বুমরার পারফরম্যান্স দেখে তিনি অভিভূত। বলেছেন, “যখন ওর অভিষেক হয় তখন আমরা ভাবছিলাম ও আদৌ টেস্ট খেলতে পারবে কিনা। যদিও একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে ও নিজেকে তার আগে প্রমাণ করেছিল। তবে টেস্টে অভিষেকের পর থেকেই সবাইকে চমকে দিয়েছে ও। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যেখানেই হোক। অনায়াসে এখন ওকে বিশ্বের সেরা বোলার বলাই যায়।”
1️⃣0️⃣0️⃣ Test wickets for Bumrah! 💥
— Sony Sports (@SonySportsIndia) September 6, 2021
He shatters the stumps and gets there in true Bumrah style!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Bumrah #Pope pic.twitter.com/8CMDvdrevy
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy