ভারতীয় পেসার মানেই তাঁর কাজ ছিল নতুন বলটার পালিশ তুলে স্পিনারদের হাতে তুলে দেওয়া বা পিচে স্পিনারদের জন্য ফুট প্রিন্ট তৈরি করা। তার মাঝে কিছু কিছু পেসার নিজেদের দক্ষতায় অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছিলেন। কিন্তু কখনওই ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বা পাকিস্তানের পেসারদের মতো ব্যাটসম্যানদের মনে ভয় তৈরি করতে পারেননি। কিন্তু সময় পাল্টেছে।
কিন্তু এখন ছবিটা একেবারেই বদলে গিয়েছে। ভারতের পেস ব্যাটারি এখন সব সময় চার্জড আপ। ইশান্ত গেলে বুমরাহ আসে, বুমরাহ গেলে শামি আসে, রিজার্ভে তৈরি থাকেন উমেশও। নতুনদের মধ্যে নভদীপ, খালিদরাও তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য। এখন ভারতীয় পেস অ্যাট্যাক নিয়ে চিন্তা করতে হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে। এখন শামিরাও রক্তচক্ষু দেখান ব্যাটসম্যানদের।