Advertisement
০৫ নভেম্বর ২০২৪
James Anderson

প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০০ উইকেট, নয়া নজির গড়লেন ইংল্যান্ডের এই জোরে বোলার

অ্যান্ডারসন ১৬২ টি টেস্ট ম্যাচে ৬১৭ উইকেট পেয়েছেন।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৭:৩২
Share: Save:

নতুন রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০ উইকেট শিকার করার নজির গড়ে ফেললেন তিনি। ল্যাঙ্কাশায়ার কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হ্যানো কুহানের উইকেট তুলে নিয়ে এই নজির গড়েন ৩৮ বছর বয়সী এই জোরে বোলার। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন তিনি।

অ্যান্ডারসন ১৬২ টি টেস্ট ম্যাচে ৬১৭ উইকেট পেয়েছেন। কিছু দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার নজির এখন এই জোরে বোলারের দখলে। একমাত্র ইংরেজ বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে অ্যান্ডারসনের।

অ্যান্ডারসন নিজেই সাত উইকেট তুলে নেওয়ায় ৭৪ রানেই শেষ হয়ে যায় কেন্টের ইনিংস। তাঁর বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি কেন্টের ব্যাটসম্যানরা। একটা সময় ৫১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল কেন্ট।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন ফাইল চিত্র

অন্য বিষয়গুলি:

James Anderson Alistair Cook england cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE