Advertisement
০২ নভেম্বর ২০২৪
Cricket

‘মিডল অর্ডারে অসম্ভব, দলে ফিরতে গেলে রায়নাকে ওপেন করতে হবে’

টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলেও আইপিএল হচ্ছে। রায়না আইপিএল খেলবেন। কিন্তু জাতীয় দলের প্রায় বন্ধ হয়ে যাওয়া দরজা হয়তো খোলা সম্ভব হবে না তাঁর পক্ষে।

মিডল অর্ডারে নেমে ভারতকে বহু ম্যাচ জেতাতে সাহায্য করেছেন রায়না। —ফাইল চিত্র।

মিডল অর্ডারে নেমে ভারতকে বহু ম্যাচ জেতাতে সাহায্য করেছেন রায়না। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৩:২৭
Share: Save:

পিছিয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর তার ফলে ভারতীয় দলে ফেরার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে সুরেশ রায়নার। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ। হগের খুব পছন্দের ক্রিকেটার রায়না। কিন্তু প্রিয় ক্রিকেটারকে নিয়ে আশার আলো দেখছেন না প্রাক্তন অজি ক্রিকেটার।

টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলেও আইপিএল হচ্ছে। রায়না আইপিএল খেলবেন। কিন্তু জাতীয় দলের প্রায় বন্ধ হয়ে যাওয়া দরজা হয়তো খোলা সম্ভব হবে না তাঁর পক্ষে। এক ভক্ত প্রশ্ন করেছিলেন হগকে, ‘‘টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ভারতীয় দলে ফেরার সুযোগ কি আছে রায়নার?’’

জবাবে অজি প্রাক্তন বলছেন, ‘‘শুনতে খারাপ লাগলেও আমার মনে হয় রায়নাকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না।’’

আরও পড়ুন: কোহালিকে ‘একেবারে সাধারণ ব্যাটসম্যান’ বললেন তরুণ পাক পেসার

রায়নার খেলা চুলচেরা বিশ্লেষণ করে হগ বলছেন, ‘‘ভারতীয় ক্রিকেটে সুরেশ রায়না বড় আবিষ্কার ছিল। ভারতের অন্যতম সেরা ফিল্ডার। দুর্দান্ত বাঁ হাতি ব্যাটসম্যান ও।’’

ভারতকে বহু ম্যাচে জেতাতে সাহায্য করেছেন বাঁ হাতি রায়না। কিন্তু এখন তাঁর জন্য জায়গা নেই জাতীয় দলে। হগ বলছেন, ‘‘ভারতীয় টিমের লাইন আপের দিকে তাকালেই বোঝা যাবে বিরাট কোহালি তরুণ ক্রিকেটার খুঁজছে। চার নম্বরে শ্রেয়াস আইয়ার খুবই ভাল পাৱফরম্যান্স তুলে ধরেছে। এই চার নম্বরেই তো রায়না ব্যাট করত। লোয়ার অর্ডারে রায়নাকে আমি আগে ব্যাট করতে দেখিনি। রায়না সাধারণত তিন বা চার নম্বরে নেমে মাঝের ওভারগুলোয় ব্যাট করে যায়। ভারতীয় দলে এই ভূমিকা এখন আর পাবে না রায়না।’’

তবে কি আর সম্ভাবনাই নেই রায়নার? হগ বলছেন, ‘‘একটাই জায়গা আছে রায়নার। টি টোয়েন্টি ম্যাচে লোকেশ রাহুল বা রোহিত শর্মার সঙ্গে ওকে ওপেন করতে নামতে হবে। তা হলে আবার শিখর ধওয়নকে ছেঁটে ফেলতে হবে। একমাত্র ওপেনার হিসেবেই রায়নার সামান্য হলেও সম্ভাবনা রয়েছে।’’ কিন্তু রায়না যে আবার ওপেনার নন। ফলে দেওয়াললিখন হয়তো পড়ে ফেলেছেন রায়না স্বয়ং।

অন্য বিষয়গুলি:

Suresh Raina Brad Hogg
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE