Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
এসসি ইস্টবেঙ্গল

সুনীলদের হারিয়ে আইএসএলে দ্বিতীয় জয় এসসি ইস্টবেঙ্গলের

১০ ম্যাচে ১০ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। তবে লিগ টেবিলে জায়গার পরিবর্তন হল না। তারা থাকল ৯ নম্বরেই।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোল করে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস স্টেনম্যানের। ছবি টুইটার

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোল করে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস স্টেনম্যানের। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৯:২৬
Share: Save:

কাজটা সহজ ছিল না। সেটাই করে দেখাল এসসি ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিতীয় জয় তুলে নিল তারা। কোচকে ছাঁটাই করেও কাঙ্ক্ষিত জয় পেতে ব্যর্থ বেঙ্গালুরু। টানা চারটি ম্যাচে হারতে হল তাদের। এসসি ইস্টবেঙ্গলকে দ্বিতীয়ার্ধে বাঁচাল গোলকিপার দেবজিৎ মজুমদারের হাত। একসময় মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছিল বেঙ্গালুরু। কিন্তু দেবজিৎ ফের ‘সেভজিৎ’ হয়ে উঠে সব বল রুখে দিলেন। তিনটি সেভ করে তিনিই ম্যাচের সেরা। সুনীলের দু'টি শট ছাড়াও পারতালুর একটি শট দারুণ ভাবে বাঁচিয়ে দেন। ১০ ম্যাচে ১০ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। তবে লিগ টেবিলে জায়গার পরিবর্তন হল না। তারা থাকল ৯ নম্বরেই।

খেলা শেষ | আইএসএলের দ্বিতীয় জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল ১-০ ব্যবধানে।

৯০ মিনিট | এখনও ব্যবধান বাড়াতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।

৮৬ মিনিট | একের পর এক আক্রমণ তুলে আনছে বেঙ্গালুরু। পারতালুর দুরন্ত শট ব্লক করলেন ফক্স। দশ জনে নেমে ডিফেন্ড করছে ইস্টবেঙ্গল।

৮০ মিনিট | টানা তিন ম্যাচে গোলের সুযোগ এসেছিল ব্রাইটের সামনে। কিন্তু পরপর দু’বার সুযোগ পেলেও কাজে লাগাতে পারলেন না। দ্বিতীয়বার লম্বা দৌড়ে গোলকিপার গুরপ্রীতকে কাটিয়ে গোলে রাখতে পারলেন না। এদিকে, গোলদাতা স্টেনম্যান হালকা চোট পেয়ে উঠে গেলেন। নামলেন অ্যারন আমাদি হলোওয়ে।

৭৬ মিনিট | ইস্টবেঙ্গলের আক্রমণ সে ভাবে উঠে আসছিল না। তাই বাধ্য হয়ে হরমনপ্রীতকে তুলে নিলেন লাল-হলুদের সহকারী কোচ টনি গ্রান্ট। নামলেন মহম্মদ রফিক।

৭০ মিনিট | গরমে এবং আর্দ্রতায় কিছুটা ম্লান দু’দলের খেলোয়াড়রাই। বেঙ্গালুরু যে সুযোগ তৈরি করছিল তা এখন অনেকটাই কমেছে। তবে পাল্টা আক্রমণে গিয়ে গোল তুলতে ব্যর্থ ইস্টবেঙ্গলও।

৬০ মিনিট | আবার দেবজিৎ। ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে নিচু শট নিয়েছিলেন সুনীল। ডানদিকে ঝাঁপিয়ে অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দিলেন ইস্টবেঙ্গল গোলকিপার।

.@chetrisunil11 🆚 Debjit Majumder - Round 2⃣!

Watch #BFCSCEB live on @DisneyplusHSVIP - https://t.co/nMD2bKO8E5 and @OfficialJioTV.

Live updates 👉 https://t.co/wiVm4akxeS#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/4y3vuk4PNX pic.twitter.com/NWRE82Yagy

৫৫ মিনিট | দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুকে অনেক বেশি সতেজ লাগছে। অনেক বেশি আক্রমণ তুলে আনছে তারা। এসসি ইস্টবেঙ্গলকে ব্যস্ত থাকতে হচ্ছে প্রতিটা মুহূর্তে।

৫০ মিনিট | সুনীলের বাঁ পায়ে গোলার মতো শট দুরন্ত সেভ দেবজিতের। প্রথম পোস্টে বুদ্ধিমানের মতো জায়গায় দাঁড়িয়েছিলেন।

.@bengalurufc spring to life early in the 2⃣nd half as @chetrisunil11 forces Debjit into action!

Watch #BFCSCEB live on @DisneyplusHSVIP - https://t.co/nMD2bKO8E5 and @OfficialJioTV.

Live updates 👉 https://t.co/wiVm4akxeS#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/7xPtgoFAPE pic.twitter.com/hMODo2TxJA

৪৬ মিনিট | দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ব্রাইটের দুরন্ত ড্রিবলে ছিটকে গেলেন তিন-চারজন বেঙ্গালুরুর ডিফেন্ডার।

বিরতি | স্টেনম্যানের গোলে ১-০ এগিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। মিলন সিং এবং ব্রাইট এনোবাখারে সুযোগ কাজে লাগাতে পারল অনায়াসে তিন গোলে এগিয়ে যেতে পারত লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে অ্যাডভান্টেজ তাদেরই। বেঙ্গালুরু ফুটবলাররা অকারণে মাথা গরম করে ফেলছেন। নারায়ণ চোট পেয়েছিলেন। মাঠের বাইরে হালকা শুশ্রূষার পরে ফেরেন। তার জন্য অতিরিক্ত কিছুটা সময় খেলানো হয়েছে।

৪৪ মিনিট | বক্সের কিছুটা দূরে ফ্রিকিক পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু বৈচিত্র আনতে গিয়ে সাফল্য এল না। সহজেই বল ক্লিয়ার করেছে এসসি ইস্টবেঙ্গল।

৪০ মিনিট | ব্রাইট এবং মাঘোমা মাঝমাঠের দখল নিয়ে ফেলেছেন। বেঙ্গালুরু সে ভাবে বলের দখল পাচ্ছেই না। অনেক দায়িত্ব নিয়ে খেলছেন ব্রাইট এবং মাঘোমা। বেঙ্গালুরু ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখেছে।

৩৫ মিনিট | শোধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বেঙ্গালুরু। কিন্তু জমাট এসসি ইস্টবেঙ্গল ডিফেন্স সব আক্রমণই প্রতিহত করে দিচ্ছে।

৩০ মিনিট। উইং ধরে আক্রমণ তুলে আনার চেষ্টা করছে বেঙ্গালুরু এফসি। কিন্তু এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ জমাট। ফক্সরা কোনও বলই ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

.@narayandas21 ventures forward and tests @GurpreetGK early in the game 🧤

Watch #BFCSCEB live on @DisneyplusHSVIP - https://t.co/nMD2bKO8E5 and @OfficialJioTV.

Live updates 👉 https://t.co/wiVm4akxeS#ISLMoments #HeroISL #LetsFootball pic.twitter.com/bcobfJiiNa

২৫ মিনিট। গোল পেয়ে কিছুটা চাঙ্গা লাল-হলুদ ব্রিগেড। ফুটবলাররা ধরে খেলছেন। অঙ্কিতের পাস থেকে অল্পের জন্য সুযোগ নষ্ট করলেন এনোবাখারে।

২০ মিনিট। গোওওওওওল। এগিয়ে গেল এসসি ইস্টবেঙ্গল। দুরন্ত ছন্দে থাকা নারায়ণ দাসের পাস থেকে হালকা টাচে গুরপ্রীতকে পরাস্ত করে গোল করলেন মাঠি স্টেনম্যান। দুরন্ত ফিনিশ করেছেন স্টেনম্যান।

Matti Steinmann nets his 3️⃣rd of the season!

Watch #BFCSCEB live on @DisneyplusHSVIP - https://t.co/nMD2bKO8E5 and @OfficialJioTV.

Live updates 👉 https://t.co/wiVm4akxeS#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/hVxzKGLvtq pic.twitter.com/pAWRG7t9Ad

১৫ মিনিট। একের পর এক আক্রমণ তুলে আনছে এসসি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধুকে ব্যস্ত রাখছেন এনোবাখারেরা।

১০ মিনিট | ব্রাইট এনোবাখারের কর্নার থেকে গোলের সুযোগ এসে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল না তারা।

৫ মিনিট | দু’দলই সমানতালে লড়ছে। কেউই এখনও সে ভাবে গোলের মুখ খুলতে পারেনি।

গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আটকে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। ড্যানি ফক্সকে অন্যায় ভাবে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়ার অপরাধে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল লাল-হলুদ। সেই আবেদন গ্রাহ্য হয়েছে। শনিবার সকালেই ভুল সংশোধন করে ফক্সের লাল কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে ব্রাইট এনোবাখারের ন্যায্য গোল বাতিলের ফায়দা তোলা যায়নি। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাই জয় তোলার মরিয়া চেষ্টায় লাল-হলুদ ব্রিগেড। তবে ইস্টবেঙ্গলের পক্ষে খারাপ খবর, দ্বিতীয় হলুদ কার্ডের জন্য ডাগ আউটে থাকতে পারবেন না কোচ রবি ফাওলার।

সুনীল ছেত্রীরা খেলতে নামছেন টানা তিন ম্যাচ হেরে। আইএসএলে কখনও এরকম পরিস্থিতির মুখোমুখি হননি তাঁরা। কোচ কার্লেস কুদ্রাতকে বরখাস্ত করা হয়েছে। বেঙ্গালুরুর সবথেকে বড় সমস্যা, ছেত্রীর ধারাবাহিকতার অভাব। আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল পেলেও, ছেত্রী গোলের সামনে সুযোগ কাজে লাগাতে পারছেন না আগের মতো। অফ ফর্মে রয়েছেন বাকিরাও।

মুখোমুখি সাক্ষাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল। এর আগে আই লিগ এবং ফেডারেশন কাপে একাধিকবার দেখা হয়েছে দু’দলের। এখন দেখার শনিবার কারা জেতে।

LINE-UPS | #BFCSCEB

Interim @bengalurufc head coach @NaushadMoosa9 rings in 4⃣ changes while @Jmags19 returns to the @sc_eastbengal starting XI 📝

Live updates 👉 https://t.co/wiVm4akxeS#HeroISL #LetsFootball pic.twitter.com/jYAzmfpSfR

অন্য বিষয়গুলি:

SC East Bengal Bengaluru FC ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy