শাহরুখ খান ঠিক করে ফেললেন আগামী দিনে তাঁর চুলের কায়দা কেমন হবে। ইডেনে দাঁড়িয়ে নির্দেশ দিলেন তাঁর সহকারীকে। বললেন, “আমার এমন হেয়ারস্টাইলই চাই।” কিন্তু কাকে দেখিয়ে এমন নির্দেশ দিলেন শাহরুখ? কার চুলের কায়দা এত পছন্দ হল বলিউডের বাদশার? সেই ক্রিকেটার হলেন সুযশ শর্মা। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার।
রবিবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেয় কলকাতা। তার পর মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন শাহরুখ। সেখানেই সুযশের সঙ্গে দেখা হয় তাঁর। সুযশের চুলের কায়দা দেখে ভাল লাগে শাহরুখের। আগের মরসুমে লম্বা চুল রাখতে দেখা গিয়েছিল সুযশকে। এ বার চুল কেটে ফেলেছেন তিনি। শাহরুখ প্রথমেই সুযশকে জিজ্ঞেস করেন, “কার কথা শুনে চুলের কায়দা বদলেছ?” সুযশ বলেন, “আমারই সিদ্ধান্ত।” এর পর শাহরুখ তাঁর সহকারী পূজা দাদলানিকে বলেন, “পূজা, আমার এমন হেয়ারস্টাইল চাই।” ২০ বছরের তরুণ সুযশের চুলের কায়দা শুধু শাহরুখকে অবাক করেনি, সমর্থকেরাও অবাক হয়ে যান।
আরও পড়ুন:
কলকাতার পরবর্তী ম্যাচ মঙ্গলবার। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে কেকেআর। সেই ম্যাচেও শাহরুখ ইডেনে থাকবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।