এ বারের আইপিএলে এখনও প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র
গ্রুপ লিগের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আইপিএল। কিন্তু এখনও একমাত্র গুজরাত টাইটান্স ছাড়া কোনও দল প্লে-অফে উঠতে উঠতে পারেনি। প্লে-অফের লড়াইয়ে রয়েছে সাতটি দল। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্সও রয়েছে। বুধবার ধর্মশালায় পঞ্জাব কিংসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায়দের দল জেতায় কেকেআরের প্লে-অফের অঙ্কে কিছুটা সুবিধা হয়েছে।
দিল্লির কাছে হারায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পঞ্জাবের। পয়েন্ট তালিকায় আট নম্বরেই রয়েছে তারা। শিখর ধাওয়ানদের বাকি রয়েছে আর একটি ম্যাচ। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে তারা। রাজস্থানেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। দু’দলের মধ্যে যারাই জিতুক, ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না।
অন্য দিকে কেকেআরেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ জিতলে কলকাতারও ১৪ পয়েন্ট হবে। ভাল ব্যবধানে জিততে পারলে নেট রানরেটে বাকি দুই দলকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে কেকেআরের।
সে ক্ষেত্রে শেষ চারে ওঠার ক্ষেত্রে কেকেআরের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরু তাদের বাকি দুই ম্যাচের অন্তত একটি হারলে ও মুম্বই তাদের শেষ ম্যাচ হারলে সেই দুই দলেরও পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রে কেকেআরের সুযোগ থাকবে প্লে-অফে ওঠার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy