লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভার বল করলেন, কিন্তু একটিও বাউন্ডারি মারতে দিলেন না। সুনীল নারাইনের কৃপণ বোলিং লখনউকে অল্প রানে আটকে রাখতে সাহায্য করে। ম্যাচ শেষে সেই নারাইন পাশে দাঁড়ালেন শামার জোসেফের।
লখনউয়ের হয়ে ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন শামার। ক্যারিবিয়ান পেসার প্রথম বার আইপিএল খেললেন। নারাইনও ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার। ম্যাচ শেষে নারাইন বলেন, “স্কোরবোর্ড সব সময় ঠিক কথা বলে না। শামারের ভাগ্য খারাপ ছিল এই ম্যাচে। ও ৪ ওভার বল করেছে। আরও বল করবে। ওর মধ্যে ভাল বল করার ইচ্ছা দেখা গিয়েছে। আগামী দিনে ও ভাল বল করবে। এটাই ইতিবাচক দিক।”
আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন নারাইন। ব্যাটে, বলে নজর কাড়ছেন। নারাইন বলেন, “আমরা পাওয়ার প্লে-তে ভাল বল করেছিলাম। রান কম দেওয়ার চেষ্টা করছিলাম। সেটার কারণেই শেষ পর্যন্ত রান আটকে রাখতে পেরেছিলাম আমরা। এটা সব সময় হয় না। কিন্তু যে ম্যাচে হয়, সেই ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। ঘরের মাঠে আমরা দুটো ম্যাচেই জিতেছি। সকলে খুব উপভোগ করছে। মজা করে খেলছি আমরা।”
আরও পড়ুন:
ফর্মে থাকা নারাইনকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে? সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে নারাইন বলেন, “বিশ্বকাপটা আমি বাড়িতে বসেই দেখব।”
কলকাতার হয়ে ফিল সল্ট ৮৯ রান করেন। জয়ের রানটিও আসে তাঁর ব্যাট থেকে। নারাইন বলেন, “সল্ট সব ম্যাচেই ভাল খেলছে। ফর্মে রয়েছে। আশা করি আগামী ম্যাচেও বড় রান করবে।”