সুনীল নারাইন। —ফাইল চিত্র।
প্রথমে ব্যাট হাতে ৩৯ বলে ৮৫ রান। পরে বল হাতে ২৯ রানে ১ উইকেট। এমন পারফরম্যান্সের পর সুনীল নারাইন ছাড়া অন্য কাউকে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা ক্রিকেটার বাছা সম্ভব ছিল না। দলের ১০৬ রানের ব্যবধানে জয়ে অবদান রাখতে পেরে খুশি ওয়েস্ট ইন্ডিজ়ের অভিজ্ঞ ক্রিকেটার। বেশি খুশি ব্যাটার হিসাবে সাফল্য পেয়ে।
ম্যাচ শেষে নারাইন বলেছেন, ‘‘ক্রিকেটে এখন ব্যাটিংই আসল। তাই ব্যাটার হিসাবে অবদান রাখার চেষ্টা করি বেশি। তার মানে বোলিং উপভোগ করি না এমন নয়।’’ খেলা শুরুর আগে কেকেআর অধিনায়ক বলেছিলেন, দলের ব্যাটিং সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকেন না নারাইন। এ নিয়ে কেকেআর ওপেনার বলেছেন, ‘‘আমার কাজ কী সেটা আমি জানি। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামি। আমাদের এই দলে যথেষ্ট সংখ্যক ব্যাটার রয়েছে। তাই ওই বৈঠকে আমার থাকা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দিনের শেষে দলের কাজে আসতে পারলাম কি না, সেটাই আসল। আমার থেকে যদি ব্যাটিং চাওয়া হয়, তা হলে আমাকে রান করতে হবে।’’
প্রশংসা করেছেন সঙ্গী ওপেনার ফিল সল্টেরও। নারাইন বলেছেন, ‘‘সল্ট যথেষ্ট আগ্রাসী ব্যাটার। বেশ দ্রুত রান তুলতে পারে। তাই আমার উপরে রান তোলার বেশি চাপ থাকে না। খোলা মনে খেলতে পারি।’’ দিল্লির বিরুদ্ধে আপনাদের পরিকল্পনা কী ছিল? নারাইন বলেছেন, ‘‘এই পিচে আমরা বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলাম। প্রতিযোগিতার পরের দিকে এই জয়টা আমাদের কাজে আসবে। আমরা আমাদের লক্ষ্যে সফল।’’
ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিং নিয়েও খুশি নারাইন। ব্যাট বা বল হাতে দলকে সাহায্য করাই তাঁর লক্ষ্য। বৈঠক নয়, মাঠে নেমে পারফর্ম করতেই বেশি পছন্দ করেন কেকেআরের অভিজ্ঞ ক্রিকেটার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy