সব চেয়ে বেশি দাম পাবেন কোন ক্রিকেটার? ছবি: টুইটার থেকে
চেন্নাইয়ে এ বারের নিলামে ২৯১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। মার্ক উড শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ায় তাঁকে বাদ দিয়েই শুরু নিলাম। ৮ দলের মধ্যে সব চেয়ে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে। সব চেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
নিলামে নজর থাকবে গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড মালানের মতো বিদেশি ক্রিকেটারদের দিকে। ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি দাম কেদার যাদব এবং হরভজন সিংহের।
নিলামে উঠবেন চেতেশ্বর পূজারা, হনুমা বিহারীদের মতো ক্রিকেটাররাও। এখন দেখার সব চেয়ে বেশি দাম পান কোন ক্রিকেটার।
নিলাম শেষ। প্রতিটি দলই তাদের কোটা পূরণ করে ফেলেছে।
বাবার পথেই সচিনপুত্র। অর্জুন তেণ্ডুলকরকে ২০ লক্ষে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
আকাশ সিংকে ২০ লক্ষে নিল রাজস্থান।
পবন নেগিকে ৫০ লক্ষে নিল কলকাতা। তাদের দল সম্পূর্ণ।
বেঙ্কটেশ আইয়ারকে ২০ লক্ষে নিল কলকাতা।
হনুমা বিহারী অবিক্রিত এবারও।
পঞ্জাবের দল সম্পূর্ণ। এখনও হাতে পড়ে ১৪ কোটির উপর টাকা। কলকাতার দলে দু’জন বাকি। হাতে প্রায় ৪ কোটি টাকা। বিদেশিদের কোটা পূরণ করে ফেলেছে সব দলই। পঞ্জাব বাদে প্রতি দলেই এখনও ২-৩ জন করে ক্রিকেটার নেওয়া বাকি।
বেন কাটিংকে ৭৫ লক্ষে নিল কলকাতা।
মুজিব-উর রহমানকে দেড় কোটিতে কিনল হায়দরাবাদ।
হরভজন সিংহকে নিল কলকাতা। অল্প সময়ের ব্যবধানে জোড়া চমক।
করুণ নায়ারকে ৫০ লক্ষ টাকায় কিনল কলকাতা।
জ্যাক ওয়াইল্ডারমাথ, হর্ষ ত্যাগি, জেরাল্ড কোয়েৎজি, টিম ডেভিড, মার্কো জেসন অবিক্রিত।
যুধবীর চড়ককে ২০ লক্ষে কিনল মুম্বই।
ক্রিস গ্রিন, ইসুরু উদানা, জর্জ লিন্ডে, চৈতন্য বিষ্ণোই অবিক্রিত।
ওয়েন পার্নেল, রিস টপ্লি অবিক্রিত।
জিমি নিশামকে ৫০ লক্ষে কিনল মুম্বই।
স্কট কুলিন অবিক্রিত।
কুলদীপ যাদবকে ২০ লক্ষ টাকায় কিনল রাজস্থান।
কেশর ভরতকে ২০ লক্ষ টাকায় কিনল আরসিবি।
বেন ম্যাকডারমট, ম্যাথু ওয়েড, শন অ্যাবট অবিক্রিত।
থিসারা পেরেরা অবিক্রিত।
লিয়াম লিভিংস্টোনকে ৭৫ লক্ষ টাকায় কিনল রাজস্থান।
রণে ভঙ্গ কলকাতা। ৪.৮০ কোটি টাকায় ক্রিশ্চিয়ানকে কিনল আরসিবি।
ড্যান ক্রিশ্চিয়ানকে ব্যপক লড়াই কলকাতা এবং ব্যাঙ্গালোরের।
ফ্যাবিয়েল অ্যালেনকে ৭৫ লক্ষ টাকায় নিল পঞ্জাব।
বেন স্টাইরিস অবিক্রিত।
বৈভব অরোরাকে কিনল কলকাতা।
কেল সৃজিত অবিক্রিত।
উৎকর্ষ সিংহকে ২০ লক্ষ টাকায় কিনল পঞ্জাব।
কর্ণ শর্মা অবিক্রিত।
৩০ লক্ষ টাকায় জলজ সাক্সেনাকে কিনল পঞ্জাব।
বিরতির পর ফের নিলাম শুরু।
নবীন উল হক অবিক্রিত।
জেসেন বেহরেনডর্ফ অবিক্রিত।
মিচেল ম্যাকক্লেনাঘান অবিক্রিত।
বিলি স্ট্যানলেক অবিক্রিত।
মোহিত শর্মা অবিক্রিত।
বরুণ অ্যারন অবিক্রিত।
মোজেস অনরিখকে ৪.২০ কোটি টাকায় নিল পঞ্জাব।
আরসিবি-তে গেলেন টম কুরান। ৫.২৫ কোটি টাকায়।
বেন কাটিং অবিক্রিত।
বিরাট লড়াই হল নিউজিল্যান্ডের কাইল জেমিসনকে নিয়ে। শেষ পর্যন্ত ১৫ কোটি টাকায় আরসিবি নিল তাঁকে।
অবশেষে আইপিএলের দল পেলেন চেতেশ্বর পূজারা। ৫০ লক্ষ টাকায় গেলেন চেন্নাই সুপার কিংসে।
মার্টিন গাপটিল অবিক্রিত।
রভম্যান পাওয়েল, শন মার্শ এবং কোরে অ্যান্ডারসন অবিক্রিত।
কে সি কারিয়াপ্পাকে ২০ লক্ষ টাকায় নিল রাজস্থান।
জগদিশ সুচিথকে হায়দরাবাদ কিনল ৩০ লক্ষ টাকায়।
২০ লক্ষ টাকায় এম সিদ্ধার্থকে কিনল দিল্লি।
পঞ্জাব ৮ কোটি টাকায় কিনল মেরেডিথকে।
রিলে মেরেডিথকে নিয়ে দর হাঁকছে দিল্লি, পঞ্জাব।
চেতন শাকারিয়াকে ১ কোটি লক্ষ টাকায় নিল রাজস্থান।
লুকমান হুসেন মারিওয়ালাকে ২০ লক্ষ টাকায় নিল দিল্লি।
শেল্ডন জ্যাকসনকে ২০ লক্ষ টাকায় নিল কলকাতা।
বিষ্ণু বিনোদকে ২০ লক্ষ টাকায় নিল দিল্লি।
৯ কোটি ২৫ লক্ষ টাকায় কৃষ্ণাপ্পাকে নিল চেন্নাই।
কৃষ্ণাপ্পা গৌতমের জন্য দর হাঁকল কলকাতা।
৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনল পঞ্জাব।
৪ কোটি পেরিয়ে গেল শাহরুখের দাম।
লড়াই চলছে শাহরুখ খানকে নিয়ে।
রিপল পটেলকে ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি।
সচিন বেবি এবং রজত পতিদারকে ২০ লক্ষ টাকায় কিনে নিল ব্যাঙ্গালোর।
কখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের নিয়ে শুরু হল নিলাম।
পীযূষ চাওলাকে কিনল মুম্বই ২ কোটি ৪০ লক্ষ টাকায়।
হরভজন সিংহ আপাতত অবিক্রিত।
অবিক্রিত রইলেন আফগানিস্তানের মুজিব উর রহমান।
উমেশ যাদবকে ১ কোটি টাকায় কিনল দিল্লি।
কুল্টারনাইলকে ৫ কোটি টাকায় কিনল মুম্বই।
নাথান কুল্টারনাইলকে দিল্লির সঙ্গে লড়াই চলছে।
১৪ কোটি টাকায় রিচার্ডসনকে নিল পজাব।
রিচার্ডসনের দর ১০ কোটি পেরল।
লড়াই চলছে ঝাই রিচার্ডসনকে নিয়ে।
মুস্তাফিজুরকে নিল রাজস্থান ১ কোটি টাকায়।
৩ কোটি ২০ লক্ষ টাকায় মিলনেকে নিল মুম্বই।
অ্যাডাম মিলনের দর ২ কোটি পেরল।
কুশল পেরেরা অবিক্রিত।
স্যাম বিলিংস অবিক্রিত।
অ্যালেক্স ক্যারি অবিক্রিত।
গ্লেন ফ্লিপস অবিক্রিত।
ডেভিড মালানকে নিল পঞ্জাব।
দেড় কোটি টাকায় তাঁকে নিল লোকেশ রাহুলের দল।
যুবরাজকে টপকে আইপিএলের ইতিহাসে সব চেয়ে বেশি দাম পেলেন মরিস।
মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল রাজস্থান।
আইপিএলের ইতিহাসে সব চেয়ে বেশি দাম পেতে চলেছেন মরিস।
ম্যাক্সওয়েলকেও টপকে গেলেন মরিস।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারকে নিয়ে লড়াইয়ে রাজস্থান, মুম্বই-সহ একাধিক দল।
লড়াই চলছে ক্রিস মরিসকে নিয়ে।
শিবম দুবেকে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনল রাজস্থান।
অ্যালেক্স হেলস অবিক্রিত।
শুরু হল আইপিএলের নিলাম।
উপস্থিত রয়েছেন জয় শাহ।
স্টিভ স্মিথকে কিনল দিল্লি ক্যাপিটালস।
ম্যাক্সওয়েলকে নিয়ে চলছে টানাটানি।
কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর সবাই নিতে চাইছে ম্যাক্সওয়েলকে।
১০ কোটির ওপরে দাম উঠল ম্যাক্সওয়েলের। এখন চলছে তাঁকে নিয়ে লড়াই।
ম্যাক্সওয়েলের দাম ১৩ কোটি ছাড়াল।
৩ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতায় শাকিব।
কলকাতায় ফিরলেন শাকিব।
লড়াই এ বার মইন আলিকে নিয়ে।
মইনকে ৭ কোটি টাকায় নিল চেন্নাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy